ভুয়া ঋণ দেওয়ার অভিযোগে এমডিসহ ৬ ব্যাংক কর্মকর্তা দুদকে

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত দেখিয়ে ঋণ দেওয়ার অভিযোগে এবি ব্যাংকের সদ্য সাবেক ব্যবস্থাপনা সম্পাদকসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল হকের মুখোমুখি হন তারা।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ অক্টোবর ওই ছয় জনসহ আটজনকে মঙ্গলবার হাজির হতে নোটিস দিয়েছিল দুদক।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন-এবি ব্যাংক লিমিটেডে সদ্যসাবেক এমডি মশিউর রহমান চৌধুরী, ডিএমডি বদরুল হক খান, প্রধান ফাইনান্স কর্মকর্তা মহাদেব সরকার সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার ও ওয়াসিকা আফরোজী এবং ভিপি মঞ্জুর মফিজ।

তাদের বিরুদ্ধে ব্যাংকটির গ্রাহক বিটস ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম আহমেদসহ ২৩টি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে জাল জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত না দিয়েই ব্যাংক হতে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *