মতিঝিল আবাসন মেলার শেষ দিনেও ক্রেতাদের ভিড়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মহামারী পরবর্তী সময়ে আয়োজিত তিন দিনব্যপী ‘মতিঝিল আবাসন মেলা ২০২১’-এর শেষ দিনেও ক্রেতা-দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা বৃহস্পতিবার (১১ নভেম্বর) শেষ হয়।

‘প্রপার্টি প্লাস ইভেন্টস’ আয়েোজিত মতিঝিল আবাসন মেলা মঙ্গলবার উদ্বোধন করেছিলেন এনবিআরের অতিরিক্ত কর কমিশনার আয়শা সিদ্দিকা শেলী। মেলার তিন দিনই প্লট কেনার জন্য ছুটে আসেন নানা পেশার মানুষ। ক্রেতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

চলতি বছর দশমবারের মতো এ আবাসন মেলার আয়োজন করা হয়। করোনা মহামারীর কারণে গত বছর (২০২০ খ্রিস্টাব্দ) মেলার আয়োজন সম্ভব হয়নি।

মেলার শেষ দিন বৃহস্পতিবার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, ক্রেতারা তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার ব্যাপারে আলোচনা করছেন। কেউ কেউ প্লট ও ফ্ল্যাটের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। উপস্থিত দর্শণার্থীরা মেলার সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *