মে মাসের রেমিট্যান্স ১০ শতাংশ কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে যখন চলছে ডলার সংকট, ঠিক সে সময় বিপদ হয়ে দাঁড়াল রেমিট্যান্স বা প্রবাসী আয়। গত মে মাসে দেশে প্রবাসী আয় কমেছে ১০ শতাংশ। এতে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আনতে সরকারি উদ্যোগে অনেকটাই ভাটা পড়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, গত মে মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৩ কোটি ৬২ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৮ কোটি ৮৬ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৯৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৬৮ লাখ ৫০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে আরও জানা গেছে, চলতি বছরের গত মার্চে ২০২ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা তার আগের মাস ফেব্রুয়ারির চেয়ে ৪৬ কোটি ডলার বেশি। ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। আর তার আগের মাস জানুয়ারিতে এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স, যা ফেব্রুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *