মোংলায় সাড়ে ৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) প্যাকেজিং শিল্পে প্রায় সাড়ে ৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড।

আজ মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান মোংলা ইপিজেডে ৯ দশমিক ৪৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেখানে ৪৯০ বাংলাদেশির কর্মসংস্থান হবে।

এতে আরও বলা হয়, শতভাগ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান বার্ষিক বিভিন্ন ধরনের ১ কোটি প্যাকেট তৈরি করবে। এগুলোর মধ্যে থাকবে কাগজের বাক্স, অলঙ্কারের বাক্স ও ব্যাগ, ঘড়ির বাক্স ও উপহার বাক্স।

গত ১৫ জুন বেপজা ও ইউয়ানশুন এন্টারপ্রাইজের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। বেপজার (ইনভেস্টমেন্ট প্রমোশন) সদস্য আলী রেজা মজিদ ও ইউয়ানশুন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক লিন ইউয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সেসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *