যুক্তরাষ্ট্রের ১২.৫ বিলিয়ন ডলার পণ্যে কানাডার শুল্ক আরোপ

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে এবার পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে কানাডা। গত রবিবার যুক্তরাষ্ট্রের ১৬.৬ বিলিয়ন কানাডিয়ান ডলার (১২.৫ বিলিয়ন ডলার) পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিল কানাডা সরকার।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০ ধরনের ইস্পাত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং আরো ৮০টি পণ্যের ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়। এসব পণ্যের মধ্যে টফি, ম্যাপল সিরাপ, কফি বিন এবং স্ট্রবেরি জ্যাম উল্লেখযোগ্য।

ইস্পাত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কার্যকর হয় গত ১ জুন থেকে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উড ম্যাগাজিন জানায়, যুক্তরাষ্ট্রে কানাডার ইস্পাত রপ্তানিই আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি মূল্যের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতায় আনা প্রয়োজন ছিল। তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলেছি, আমরা বিনয়ী, আমরা যৌক্তিক কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কিছু করব না।

সূত্র : সিএনএন মানি, এএফপি।
স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *