রাইট শেয়ার ইস্যুর আবেদন পুনর্বিবেচনার আবেদন করবে লংকাবাংলা

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তারিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড বাংলা সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্চ কমিশনের (বিএসইসি) কাছে রাইট শেয়ার প্রদানের আবেদন পুনরায় করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ডিএসই সূতে্র এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কোম্পানিটি জানায়, তারা ফের ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি সাধারণ শেয়ার ইস্যু করতে চায়। শেয়ারদর হবে ১০ টাকা। বর্তমান শেয়ারের ১;২ অনুপাতে এ শেয়ার ইস্যু করা হবে।

এর আগে বিধান মোতাবেক কোম্পানিটির একজন পরিচালকের এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকায় রাইট শেয়ারের আবেদন অনুমোদিত হয়নি। পরিশোধিত মূলধন বাড়াতে প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর লক্ষ্যে গত ৩ জানুয়ারি বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করে কোম্পানিটি।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এতে কোম্পানির মূল শেয়ারের সংখ্যা বেড়ে যায়। তাই অনুপাত ঠিক রাখতে রাইটে শেয়ার সংখ্যা দুই কোটি সাত লাখ ৪৯৫টি বাড়িয়ে কোম্পানিটি ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি প্রিমিয়াম ছাড়া রাইট শেয়ার ইস্যু করার আবেদন করে গত ২২ জুন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *