রিটার্ন জমা দিতে ব্যর্থ ৬১ শতাংশ করপোরেট করদাতা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে ২০২১-২২ অর্থবছরের রিটার্ন জমা দিতে ব্যর্থ হয়েছেন দেশের শতকরা ৬১ শতাংশ করপোরেট করদাতা।

দেশে মোট ৭৮ হাজার করপোরেট করদাতা শনাক্তকরণ নম্বরধারীর মধ্যে মাত্র ৩০ হাজার নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিয়েছেন।

তবে রিটার্ন জমা দেওয়ার সময় দুইমাস বাড়ানোর জন্য করপোরেট করদাতারা জেলা প্রশাসক ও অতিরিক্ত কমিশনারের কাছে আবেদন করেছেন।

২০২১ সালের ডিসেম্বরে চালু করা ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে আর্থিক প্রতিবেদন যাচাইকৃত অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতার কারণে রিটার্ন জমা দিতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন করদাতা।

এছাড়া ছোট আকারের কোম্পানিগুলো চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানিগুলোকে ফি দিয়েও ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে যাচাইকৃত আর্থিক প্রতিবেদন পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

এ অবস্থায় কর আদায়কারীরা দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে বলেন, সরকারি কোষাগারে প্রত্যক্ষ করের সিংহভাগই জমা দেন কর্পোরেট করদাতারা।

এ বিষয়ে একজন সিনিয়র কর কর্মকর্তা বলেন কর্পোরেট করদাতারা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছেন। জরিমানা এড়াতে ১৫ মের মধ্যে তাদের কর রিটার্ন জমা দিতে হবে। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *