রুগ্ণ শিল্পের পুনর্বাসন সহজ করার দাবি এফবিসিসিআই’র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একটি শিল্প উদ্যোগ ঋণখেলাপি হওয়া ঠেকাতে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করতে হবে। কোনো কারণে প্রতিষ্ঠান রুগ্‌ণ হলে পুনর্বাসন এবং নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করতে হবে। গতকাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটি অন রিহ্যাবিলিটেশন অব সিক ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় সভায় এমন আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ব্যাংক ঋণ নিয়ে একটি কারখানা স্থাপন করতে গেলে দেখা যায়, কাজ শেষ হওয়ার আগেই ঋণের মেয়াদ শেষ। এতে করে একজন উদ্যোক্তা তাঁর কারখানায় উৎপাদন শুরুর আগেই ঋণখেলাপিতে পরিণত হন। দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থা না থাকায় শিল্পপ্রতিষ্ঠান সহজে রুগ্‌ণ হয়ে পড়ে।

সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন ও স্টান্ডিং কমিটির চেয়ারম্যান সাদেক উল্যাহ চৌধুরী। উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক হাসিনা নেওয়াজ, এমজিআর নাসির মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রুগ্‌ণ শিল্পকে টেনে তুলতে হবে। এ ক্ষেত্রে দেশের ব্যাংকগুলো বড় ভূমিকা রাখতে পারে।

সভায় জানানো হয়, রুগ্‌ণ শিল্পের ঋণ হিসাব অবসায়নে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক দুটি সার্কুলার জারি করেছে। তবে এর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। এ ছাড়া রুগ্‌ণ শিল্পের নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করতে দ্রুত একটি ‘রুগ্‌ণ শিল্প নীতিমালা’ প্রণয়ন জরুরি বলে মত দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *