রেমিট্যান্স কমেছে ফেব্রুয়ারিতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার, যা জানুয়ারিতে ছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের একই সময়ে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের সাত মাসে ১ হাজার ৪০১ কোটি ৩২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩৪৩ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ অর্থবছরের সাত মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫৭ কোটি ৪৮ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫৭ লাখ, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৮ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৪ কোটি ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬১ লাখ ডলার।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এবারও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। গত মাসে ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩২ কোটি ৩১ লাখ ডলার। দ্বিতীয় অবস্থান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের। এর মাধ্যমে ১৪ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর তৃতীয় অবস্থান বেসরকারি পূবালী ব্যাংকের। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *