লকডাউনে শেয়ারবাজারে লেনদেনের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে শেয়ার লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী সপ্তাহে এই লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে বেলায় ২ টায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে লেনদেনের সময় পরিবর্তন করে ১০ টা হতে বেলা ২ টা পর্যন্ত করা হয়েছে। এছাড়া আগামী সপ্তাহে লেনদেন হবে ২, ৩ ও ৫ আগষ্ট। এসপ্তাহে ১ ও ৪ আগষ্ট ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে।

করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে আগামী সপ্তাহে রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। আর ব্যাংক বন্ধ থাকার কারণে এ দুদিন লেনদেন বন্ধ থাকবে শেয়ারবাজারও।

বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *