লভ্যাংশ দেওয়ায় এ ক্যাটাগরিতে উন্নীত হলো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জে ক্যাটাগরির কোম্পানি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সম্প্রতি রিপোর্টের মাধ্যমে জানিয়ে ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরে কোম্পানি ১০ শতাংশ লভ্যাংশ বিতরণ করেছে। এই রিপোর্টের ভিত্তিতে কোম্পানিটি এ ক্যাটাগরিতে উন্নীত হলো।

এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের প্রথম দিন থেকে ৩০ দিনের মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোনো শেয়ার ক্রয়ের জন্য ঋণ সুবিধা প্রদান থেকে স্টক ব্রোকারস ও মার্চেন্ট ব্যাংকারদের বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নির্দেশনা জারি করেছে।
২০১৫ সালের ২৭ অক্টোবরের সিইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৭ এবং বিএসইসি অাদেশ নং সিইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ কে অনুসরণ করে এ নির্দেশনা অাসল।

উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ছিল ২৭ জুলাই। অার রেকর্ড ছিল ৫ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *