সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৬ কোটি ৫৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬ লাখ।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাভানা ফার্মার ৩০ কোটি ৬৪ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ ২৬ কোটি ৫০ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৪ কোটি ৯৪ লাখ, জেমিনী সী ফুডের ২৩ কোটি ২৭ লাখ, জেনেক্স ইনফোসিসের ২২ কোটি ৫২ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২২ কোটি ৪ লাখ ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম////