সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯১ লাখ টাকার।
সি পার্ল বিচ রিসোর্টের ২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ২০ কোটি ১৫ লাখ, আমরা নেটওয়ার্কের ১৬ কোটি ৫৯ লাখ, জেমিনী সী ফুডের ১৬ কোটি ৩৪ লাখ, শাইন পুকুর সিরামিক্সের ১৫ কোটি ৮৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২ কোটি ৭ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৮৯ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেডের ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/////