স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এনআরবি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা।
বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এবিবি ফার্ষ্ট মি. ফান্ডের ৬ কোটি ৮৪ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৫৪ লাখ, ব্রাক ব্যাংকের ৬ কোট ৯ লাখ, সী পার্লস হোটেলের ৫ কোটি ৫৫ লাখ, উত্তরা ব্যাংকের ৫ কোটি ১২ লাখ, সিটি ব্যাংকের ৪ কোটি ৭৪ লাখ ও ফাইন ফুডসের ৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি