স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ২২ লাখ টাকার।
এডিএন টেলিকম লিমিটেড ৬০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৪২ কোটি ৮১ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংর ৩১ কোটি ২৫ লাখ, স্কয়ার ফার্মার ২৯ কোটি ৬ লাখ, সী পার্লস রিসোর্টের ২৮ কোটি ২৯ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ২৭ কোটি ৮৬ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৬ কোটি ৪৯ লাখ ও কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ১৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম//