শিগগিরই ঢাকা-ইম্ফাল ফ্লাইট চালু : বিমান প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘ঢাকা-ইম্ফাল ফ্লাইট শিগগির চালু হবে। এতে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে বাংলাদেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক সর্ম্পক আরও জোরদার হবে।’

গতকাল শুক্রবার বিকালে ইন্টারন্যাশনাল মণিপুরী অ্যাসোসিয়েশনের (ইমা) জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে তিনি আরও বলেন, ‘সিলেটের হাওড়-বাওড়-টিলার বৈচিত্র্যমণ্ডিত পরিবেশে মণিপুরী সম্প্রদায় মিশে আছে। আপন স্বকীয়তায় তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৩ সালে মণিপুরীদের এক প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সাথে দেখা করলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মণিপুরীদের মন্দির-স্থাপনা মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ ধারাবাহিকতায় আজও বিদ্যমান। মণিপুরী জীবনমান, সংস্কৃতি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছে।’

ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির উপদেষ্টা ডা. প্রমোদ রঞ্জন সিংহ, উপদেষ্টা ডা. গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমা, সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এস. অনিল চন্দ্র সিংহ ও সেক্রেটারি জেনারেল এল. আশাপূর্ণা দেবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্রহ্মচারিময়ুম সুপ্রিয়া দেবী।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *