সহজ ডট কমের জরিমানা স্থগিতাদেশের মেয়াদ বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রেনের টিকিট বিক্রিতে অবহেলার অপরাধে টিকিট প্ল্যাটফর্ম সহজ ডট কমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা স্থগিতাদেশের মেয়াদ ২ মাস বাড়িয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার সহজ ডট কমের পক্ষে সময় আবেদন করলে বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মেয়াদ ২ মাস বাড়িয়ে দেন।

গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির করা টিকিট বিক্রিতে গাফিলতির অভিযোগের শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) সহজ ডট কমকে ২ লাখ টাকা জরিমানা করে।

ডিএনসিআরপির আইনজীবী তাপস কান্তি বাউল বলেন, ‘চলমান বাৎসরিক ছুটি শেষে আদালত পুনরায় খোলার পর এই বিষয়ে রুলের শুনানি হবে। আগামী ১৬ অক্টোবর আদালত আবারও চালু হবে।’

গত ৩১ জুলাই সহজ ডট কমের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সহজের ওপর আরোপিত ২ লাখ টাকা জরিমানা আদায় আরও ২ মাসের জন্য স্থগিত করে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *