সাপ্তাহিক দর কমার শীর্ষে আনলিমা ইয়ার্ন ডাইং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৪৩ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১০ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩.৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ১০ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৯ লাখ টাকা ছিল।

বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১২.৭২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৬ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২৪ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- জিবিবি পাওয়ারের ১২.৩০ শতাংশ, লুব-রেফ বিডির ১২.৩০ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালসের ১২.২৫ শতাংশ, লংকাবাংলা ফিন্যান্সের ১২.১৫ শতাংশ, ই-জেনারেশনের ১১.৬৯ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ১১.৫৩ শতাংশ ও রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের ১১.২৫ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *