স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৭ কোটি ১১ লাখ টাকার।
ওরিয়ন ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ টাকার।
এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজের ১৬৬ কোটি ২১ লাখ, লূব রেফ বিডির ১৬৫ কোটি ৮৯ লাখ টাকার, ন্যাশনাল ফিডস মিলের ১৫১ কোটি ১৪ লাখ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ১৪৮ কোটি ১৭ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ১৪৮ কোটি ৬ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৩৪ কোটি ৭১ লাখ টাকার ও প্রগ্রতি ইন্স্যুরেন্সের ১৩৩ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস