সার্ভারের কারগরি ত্রুটির ব্যাখ্যা দিল ডিএসই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারের কারগরি ত্রুটির সমাধান হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৭ আগস্ট) এক নোটিশে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান। তিনি বলেন, গতকাল রাত থেকে অদ্য ট্রেড শুরুর পূর্বেই সমস্ত ব্রোকার হাউজের সমস্যার সমাধান হয়েছে এবং সকলেই আজকে তাদের ট্রেডিং কার্যক্রমে সফলভাবে অংশগ্রহন করেছে৷

পরবর্তীতে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য ডিএসই কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর ঘনিষ্ঠভাবে কাজ করছে৷

এর আগে, গতকাল রোববার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ট্রেডিং যথা সময়ে নির্বিঘ্নভাবে বেলা ২:৩০ মিনিটে শেষ হয়৷ ট্রেড সমাপ্ত হওয়ার পর ব্রোকার হাউজগুলো তাদের ট্রেড ডাটা অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার Flex Tread এর মাধ্যমে ডাউন করে এবং এর মাধ্যমে তাদের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সংক্রান্ত কাজগুলো সিডিবিএল এবং ব্যাক অফিস এর মাধ্যমে সুসম্পন্ন করে৷

এরপর প্রত্যেক ব্রোকার হাউজ তাদের পরবর্তী দিনের ট্রেড কার্যক্রমের জন্য তাদের প্রতিটি ক্লায়েন্ট এর শেয়ার এবং ক্যাশ ব্যালান্স এর তথ্য অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার Flex Tread এ আপলোড করে৷ কিন্ত গতকাল ট্রেড সুসম্পন্ন হওয়ার পর টেকনোলজি প্রোভাইডার ফ্লেক্সট্রেড এর কারিগরী ক্রুটির কারণে ৬৩ জন ব্রোকার হাউজ Flex Tread সফটওয়্যার থেকে তাদের ট্রেড সংক্রান্ত ডাটা ডাউন লোড করতে না পারায় তাদের ট্রেড সেটেলমেন্ট সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হয়৷ সমস্যা সমাধানের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আইসিটি টিম, ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর অতি দ্রুত ব্যবস্থা নেয়৷

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *