সিএসই-৫০ ইনডেক্সে প্রাইম ব্যাংক ও হেইডেলবার্গ সিমেন্ট অর্ন্তভুক্ত

CSE-Final-Logoস্টকমার্কেট ডেস্ক :

সিএসই তালিকাভূক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে যে কোম্পানী যুক্ত হয়েছে সেই সকল কোম্পানী গুলো হলো- প্রাইম ব্যাংক লিমিটেড এবং হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

নিম্ন বর্নিত ৫০টি কোম্পানীকে সিএসই-৫০ ইনডেক্সের জন্য চূড়ান্ত করা হয়। এটি কার্যকরী হবে ২৪ সেপ্টেম্বর  ২০১৭ তারিখ থেকে। খবর : বিজ্ঞপ্তি।

চূড়ান্ত ৫০- ইনডেক্স এর কোম্পানীগুলো হলো : স্কয়ার ফার্মাসিটিক্যালস লি:, গ্রামীনফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস্ লি:, ব্র্যাক ব্যাংক লি:,  ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, অলেম্পিক ইন্ডাসট্রিজ লি:, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, দি সিটি ব্যাংক লি:, বেক্সিমকো লি:,  ন্যাশনাল ব্যাংক লি:, পূবালী ব্যাংক লি:, ইউসিবিএল, ইর্স্টান ব্যাংক লি:, সামিট পাওয়ার লি:, প্রাইম ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:, লংকা বাংলা ফাইন্যান্স লি:, আইডিএলসি ফাইন্যান্স লি:,  আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক লি:, এসিআই লি:, এমজিএল বাংলাদেশ লি:, সাউথইস্ট ব্যাংক লি:,  হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক লি:, পদ্মা অয়েল কোম্পানী লি:, যমুনা অয়েল কোম্পানী লি:, স্যোশাল ইসলামী ব্যাংক লি:, বিএসআরএম স্টিলস লি:, মেঘনা পেট্রোলিয়াম লি:,

মার্কেন্টাইল ব্যাংক লি:, উত্তরা ব্যাংক লি:,ব্যাংক এশিয়া লি:, ওরিয়ন ফার্মা লি:, এবি ব্যাংক লি:, এনসিসি ব্যাংক লি:, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি:, ঢাকা ব্যাংক লি:, ইউনিক হোটেল এন্ড রিসোটর্স লি:, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ডেসকো লি:, খুলনা পাওয়ার কোম্পানী লি:, জিপিএইচ ইস্পাত লি:, আইএফআইসি ব্যাংক লি:, শাহজালাল ইসলামী ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি:, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লি:, স্ট্যান্ডার্ড ব্যাংক লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লি:, এবং আরএকে সিরামিকস্ (বাংলাদেশ) লি:।

এখানে উল্লেখ্য যে, সিএসই-৫০ ইনডেক্সভূক্ত কোম্পানীগুলোর বাজার মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পিানীগুলোর বাজার মূলধনের শতকরা প্রায় ৬১.৫ ভাগ এবং ফ্রি ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পিানীগুলোর ফ্রি ফ্লোট মূলধনের শতকরা প্রায় ৬৪.৭ ভাগ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *