১:১ নয়, ৪:৩ হারে রাইট শেয়ার ছাড়বে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো

goldenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো বায়োটেকের পরিচালনা পর্ষদ গত বছরের ২৮ অক্টোবর রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওইসময় একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১আর:১) প্রতিটি ১০ টাকায় ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এই রাইট শেয়ারের সংশোধন এনেছে কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটি জানিয়েছে, আগের ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার না দিয়ে বরং ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার (৩আর:৪) দেওয়া হবে। এতে কোম্পানির বর্তমান ১১ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৭৯০টি শেয়ারের বিপরীতে ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি রাইট শেয়ার দেয়া হবে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির রাইট শেয়ার সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৬ মে বিকাল ৩টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণ, গাজীপুরে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

কোম্পানিটি রাইটের টাকায় উৎপাদন ক্ষমতা বাড়ানো, বাজারজাত ব্যবস্থার উন্নতি এবং দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে খরচ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *