১৫ মাসে ডলারের দাম সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গেল ১৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি কমেছে ডলারের দাম। আজ সোমবার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

অন্যদিকে সোমবার ইউরোর দাম ছিল ঊর্ধ্বমুখী। যা আগের তুলনায় বেড়ে শূন্য দশমিক ১ শতাংশ।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রার দাম স্থির হয়েছে ১ দশমিক ১২৪৪০ ডলারে। গত ১৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
জাপানি মুদ্রার বিরুদ্ধে গ্রিনব্যাক শক্তি হারিয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। ডলারপ্রতি দর হয়েছে ১৩৮ দশমিক ১৮ ইয়েনে।

প্রায় গত ২ মাসের মধ্যে যা সবচেয়ে কম।

সবমিলিয়ে প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক ব্যাপক নিম্নমুখী হয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে ২০২২ সালের নভেম্বরের পর যা সর্বনিম্ন। শুধু গত সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রাটির দরপতন ঘটেছে ২ দশমিক ২৫ শতাংশ।

এ অবস্থায় ডলার সূচক নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। বর্তমানে তা ৯৯ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। এতে সুইডেনের মুদ্রার মান বেড়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ। ১ ডলারের দাম দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮৬০ সুইডিশ ক্রোনা।

স্টকমার্কেটবিডি.কম ////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *