১৭ বছর পরে সুদহার বাড়াল জাপান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

১৭ বছরের মধ্যে প্রথম সুদহার বাড়াল জাপানের কেন্দ্রীয় ব্যাংক। এতে আট বছরের ঋণাত্মক সুদ থেকেও বেরিয়ে এসেছে দেশটি। পাশাপাশি প্রথাগত অনেক নীতির পরিবর্তন এনেছে। গতকাল মঙ্গলবার ব্যাংক অব জাপানের (বিওজে) পক্ষ থেকে সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, কয়েক দশক ধরে বিপুল প্রণোদনা দিয়ে প্রবৃদ্ধি করার নীতি থেকেও সরে এসেছে দেশটি।

গতকাল বিওজে নীতি সুদহার -০.১ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য এবং ০.১ শতাংশ করেছে। এ সিদ্ধান্তের পর গভর্নর কাজু উয়েদা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্বল্পমেয়াদি সুদহারকে টার্গেট করে আমরা অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো সাধারণ মুদ্রানীতিতে ফিরে এসেছি।’ সুদহার বৃদ্ধির ফলে জাপানি মুদ্রা ইয়েনের দর ১.০২ শতাংশ কমে প্রতি ডলার হয়েছে ১৫০.৬৯ ইয়েন।

২০০৭ সালের পর প্রথম সুদহার বৃদ্ধি করল জাপান। যদিও নীতি সুদহার এখনো শূন্য পর্যায়েই রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভঙ্গুর অর্থনীতিতে পুনরুদ্ধার যথাযথ রাখতে নীতি সুদহার সামনে যেন ধীরগতিতে বাড়ানো হয়। টানা দুই প্রান্তিকে প্রবৃদ্ধি সংকুচিত হওয়ায় জাপানের অর্থনীতি এরই মধ্যে মন্দায় পড়েছে।

সূত্র : এএফপি, রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *