৬ শতাংশ সুদে ঋণ পাবেন এসএমই উদ্যোক্তারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুররুজ্জীবিত করতে সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পুনঃঅর্থায়ন তহ‌বি‌লের সুদহার ৩ শতাংশ কমা‌নো হ‌য়ে‌ছে।

সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়িত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২) আওতায় পুনঃঅর্থায়ন তহ‌বি‌ল থেকে এখন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা (সিএমএসএমই) ৬ শতাংশ সু‌দে ঋণ পা‌বেন। এত‌দিন এ ঋণের সুদহার ছিল ৯ শতাংশ।

আজ সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রে‌ছে।

এই সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) সক্ষমতা অক্ষুণ্ণ রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির নিমিত্তে সিএমএসএমই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদি ঋণপ্রবাহ বাড়া‌তে সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত এসএমইডিপি-২ প্রকল্পের পুনঃঅর্থায়ন তহবিল বিষ‌য়ে ক‌য়েক‌টি সিদ্ধান্ত নেয়া হ‌য়ে‌ছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *