ডিএসইতে প্রথম ঘণ্টায় ৫১ কোটি টাকার লেনদেন

dse cseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৫১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টি কোম্পানির। আর দর কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে। ডিএসই এস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৪৩ পয়েন্টে। এদিকে ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- অগ্নি সিস্টেম, দেশবন্ধু, ফু-ওয়াং ফুড, তুংহাই, সামিট এলায়েন্স পোর্ট, ইউএলসি, বেক্স-ফার্মা, রংপুর ডেইরি, আরকে সিরামিকস ও আমরা টেকনোলজি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৫৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

এন থেকে এ ক্যাটাগরিতে তুং হাই

Tung haiনিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেওয়ায় ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে তুং হাই নিটিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার ইতোমধ্যে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১ সেপ্টেম্বর থেকে দেশের ‍উভয় শেয়ারবাজারে তুং হাই নিটিংয়ের শেয়ার লেনদেন শুরু হয়েছে। গত ২১ অক্টোবর কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সুহৃদের এজিএম ও ইজিএম নিয়ে বিশৃঙ্খলা

Shurid-Industries-Logoনিজস্ব প্রতিবেদক :

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সুহৃদ ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ১০টায় গাজীপুরের কোনাবাড়ীতে সুহৃদ ইন্ডাস্ট্রিজের এজিএম ও ইজিএম আয়োজন করা হয়।

শনিবার সকালে কারখানা প্রাঙ্গণে ইজিএম শুরু হলে বিনিয়োগকারী নামধারী কিছু বহিরাগত ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা চালায়। এক পর্যায়ে কোম্পানির চেয়ারম্যান মো. আনিস আহমেদ ইজিএম ও এজিএম স্থগিত ঘোষণা করেন।

পরে নবনির্বাচিত চেয়ারম্যান মো. তুহিন রেজা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল হাসান পর্ষদ পুনর্গঠন করা হয়। এছাড়া পর্ষদে পরিচালক হিসেবে মো. দেলোয়ার হোসেন টিটু, মাহফুজ হাসান ও স্বতন্ত্র পরিচালক এনামুল কবিরকে (এফসিএ) সংযুক্ত করা হয়।

এদিকে ইজিএম ও এজিএমে বিনিয়োগকারী নামধারী বহিরাগত ভেতরে প্রবেশ করায় তা মুলতবী ঘোষণা করেন চেয়ারম্যান আনিস আহমেদ। পরে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ই-মেইলে বিষয়টি অবহিত করা হয়। একই সঙ্গে জয়দেবপুর থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নতুন এমডি মাহমুদুল হাসান গনমাধ্যমকে বলেন, জোর করে কোনো কিছুই করা হয়নি। সব কিছুই শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে করা হয়েছে।

তিনি আরও জানান, এজিএম শেষেপরিচালনা পর্ষদ প্রথম বোর্ড সভা করেছে। বোর্ড সভায় ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর