পিপলস্ ইন্স্যুরেন্সের লভ্যাংশ পত্র বিতরণ আজ

people-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস্ ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশ পত্র বিতরণ আজ ২৮ জুন রবিবার শুরু  হতে যাচ্ছে। এটা চলবে আগামী ৬ জুলাই সোমবার পর্যন্ত। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানটি ২০১৪ সালের লভ্যাংশ পত্র বিতরণ করবে। বিনিয়োগকারীরা নির্ধারিত দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত রাজধানীর দিলকুসায়(সি/এ) অবস্থিত পিপলস্ ইন্স্যুরেন্স ভবনের ১৫ তলায় কোম্পানীর প্রধান অফিস থেকে এই লভ্যাংশ পত্র সংগ্রহ করতে পারবে।

উক্ত সময়ে যারা এই কাগজটি সংগ্রহ করতে না পারবে তাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে। তবে এ ক্ষেত্রে সকল ঝুকি ও দায়-দায়িত্ব বিনিয়োগকারিদের থাকবে বলে সিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এক দিনের লেনদেনে শীর্ষ তালিকায় অলিম্পিক

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। যদিও সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির লেনদেন হয়েছে মাত্র এক দিন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড এন ক্যাটাগরিতে লেনদেন করে। প্রথম দিনেই কোম্পানিটির ৩৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় ৮ম অবস্থানে উঠে আসে অলিম্পিক এক্সেসরিজ।

গত বৃহষ্পতিবার ডিএসইতে অলিম্পিক এক্সেসরিজের ৮৭ লাখ ২১ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়। যার মূল্য ৩৯ কোটি ৬৩ লাখ টাকা। শেয়ারটির দর ৩৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৯ টাকা ১০ পয়সা দরে।

প্রথম দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে রয়েছে সিমেন্ট শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির মোট ৭৭ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়, যা মোট লেনদেনের ৪.২১ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বেক্স-ফার্মা ও স্কয়ার ফার্মা। কোম্পানি দুটির যথাক্রমে ৫৮ ও ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীন ফোন, অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস ও এএফসি এগ্রো।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই কমেছে

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিওর অবস্থান ছিল ১৫ দশমিক ৪১ পয়েন্টে; যা আগের সপ্তাহে ছিল ১৫ দশমিক ৫৫ পয়েন্ট। এ হিসাবে দেখা যায়,গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ।

সপ্তাহ শেষে খাত ভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, পাট খাতের ১৫৪ দশমিক ৭ পয়েন্ট, সিরামিক খাতের ৪৫ দশমিক ৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৩ দশমিক ৮ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ৩০ দশমিক ৩ পয়েন্ট, প্রকৌশল খাতের ২২ দশমিক ৯ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতের ২২ দশমিক ২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৩ দশমিক ৯ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১০ দশমিক ৩ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৫ দশমিক ৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩৬ দশমিক ৩ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৬ দশমিক ৩ পয়েন্ট, কাগজ খাতের ৮ দশমিক ৮ পয়েন্ট, বস্ত্র খাতের ১২ দশমিক ১ পয়েন্ট, চামড়া খাতের ২৩ পয়েন্ট,ভ্রমণ ও অবকাশ খাতের ২৫ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে এবং বিবিধ খাতের ৩২ দশমিক ৪ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সন্ধানী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ দুপুরে

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ ২৮ জুন রবিবার দুপুরে বেলা ২ টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সন্ধানী ইন্সুরেন্স লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/জেডকে

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ ২৭ জুন শনিবার বেলা ৩টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/জেডকে

ক্ষতিগ্রস্তদের আইপিও কোটা বাড়ানোর সুপারিশ

ipoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে ২০১০-২০১১ এর ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইপিওতে বরাদ্দ ২০ শতাংশ কোটার মেয়াদ আরও এক বছর বৃদ্দি করার সুপারিশ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন কমিটি গত বৃহস্পতিবার এক বৈঠকে এ সরকারের নিকট ৩০ জুন ২০১৬ পর্যন্ত এ সুবিধা বৃদ্দির সুপারিশ করে।

২০১২ সালে হ্মতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য এই কোটা চালু করা হয়, যা জুন মাস অর্থাৎ ৩১ জুন ২০১৫ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিঠির প্রধান ও সিকিউিরিটজ এন্ড একচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে এ কমিটি একটি চিঠির মাধ‌্যমে সরকারের অর্থ মন্ত্রনালয়ের কাছে এই সুপারিশ পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, শেয়ারবাজারের বর্তমান অবস্থা এবং হ্মতিগ্রস্ত বিনিয়োগকারীদের কথা চিন্তা করে এই খাতে সরকারের বিদ্যমান এই সুবিধা আগামী ৩০ জুন ২০১৬ পর্যন্ত বৃদ্ধি করা দরকার।

এর আগেও এই কোটা বরাদ্দের মেয়াদ কয়েকবার বাড়ায় সরকার।

এ বৈঠকে সরকারের ৯০০ কোটি টাকার পূন: অর্থায়ন তহবিলের সময়সীমাও বাড়ানো হয়, যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এই তহবিলের আওতায় চলতি বছরের ২৪ জুন পর্যন্ত মোট ১৯ হাজার ৭১৫ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের খুবই কম সুদে ৪৮৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মাধ্যমে এই ঋণ দেয়া হয়।

ইতিমধ্যে এ প্রকল্পের ৩০০ কোটি টাকা ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ সুরমা

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

পাঁচ কার্যদিবস মিলিয়ে এ ক্যাটাগরির এই কোম্পানির মোট ৭৭ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়, যা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের ৪.২১ শতাংশ। এদিন কোম্পানিটির মোট ৬৬ লাখ ৪১ হাজার ২৩৪ টি শেয়ার কেনাবেচা হয়েছে।

লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বেক্স-ফার্মা ও স্কয়ার ফার্মা। কোম্পানি দুটির যথাক্রমে ৫৮ ও ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীন ফোন, অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস ও এএফসি এগ্রো।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

গ্রিস-আতঙ্কে ভারতের শেয়ারবাজার

indiaস্টকমার্কেট ডেস্ক :

অনিশ্চয়তার হাওয়া বইছে ভারতের শেয়ারবাজারে। বুধবার ২০ পয়েন্ট নেমে নিফটি বন্ধ হয় ৮৩৬০ পয়েন্টে। সেনসেক্সের অবস্থান ২৭৭২৯ পয়েন্টে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কাছে গ্রিসের বিপুল দেনা ভাবাচ্ছে দেশটির শেয়ারবাজারের বিনিয়োগকারীদেরকে।

দেশটির গনমাধ্যম দাবি করছে, বর্ষা এসে গেছে। বৃষ্টি কতটা হবে তা নিয়ে উদ্বেগ অনেকটাই উধাও হয়েছে। তবে কর্পোরেট ফলাফল তেমন উৎসাহ সঞ্চার করতে পারছে না৷‌ এই অবস্থায় শেয়ার ট্রেডাররা না পারছেন দীর্ঘমেয়াদের লগ্নিতে ঢুকতে (লং পজিশন), না পারছেন ‘শর্ট সেল’ করতে (আগাম বিক্রি)।

এখন বাজার উঠবে না পড়বে এ বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছনো খুবই কঠিন বিনিয়োগকারীদের জন্য। যাদের শর্ট পজিশন ছিল তারা ঝুঁকি টেনে নিয়ে চলতে চাইছেন না তাই বেচাকেনা করে শর্ট পজিশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

সংশ্লিষ্টরা বলছে, ‘সেল অ্যাট এভরি র্যালি’৷‌ অর্থাৎ বাজার কিছুটা উঠলেই মুনাফা তুলে নাও। হাতে শেয়ার ধরে রেখ না। টার্গেট দামের কাছাকাছি এলেই হাতের শেয়ার বেচে দাও। অনেকে মনে করছেন এখন বড় কোনও ‘র্যালি’ (সেনসেক্স সূচকের উত্থান) আসবে না।

অনেকে মনে করছেন, শেয়ার বাজারে কিছুটা পতন আসতে পারে। আর তা যদি হয়, সেটাই হবে ভাল শেয়ার কিনে রাখার উপযুক্ত সময়। চলতি বছরের শেষ থেকে কর্পোরেট ফলাফল ক্রমশই ভাল হবে। বর্ষা ঠিকঠাক হলে কৃষি উৎপাদনের হারও থাকবে সন্তোষজনক।

বাজার বিশ্লেষকরা বলছেন, পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যে সব পদক্ষেপ নিয়েছে সেগুলি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গতি আসবে এবং তার সুফল দেখা যাবে আগামী ৮-১০ মাসের মধ্যে। গ্রিসের দেনা সমস্যার কোনও একটা সমাধান বের হবে এরই মধ্যে। বিশ্বের অর্থ বাজারে কোনওরকম গন্ডগোলের খবর নেই৷‌ জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল জায়গাতে আছে৷‌ এরকম চললে পরে ২০১৬-তে শেয়ার বাজারে আরেকটা বড় উত্থান বা র্যালি দেখা যাবে৷‌

২৩ জুন পর্যন্ত টানা ৮ দিনের উত্থানে শেয়ারসূচক উঠেছিল ১৪৩৩ পয়েন্ট। প্রশ্ন ছিল বুধবারের ট্রেডিং-এ নিফটি ৮৪০০ পয়েন্ট পার না করতে পারলে আবার ৮০০০-এ নামার আশংকা ছিল।

গ্রিসের দেনা নিয়ে নেতিবাচক খবর আসার পর সূচকে পতন আসে৷‌ গ্রিস সরকার জানায় তাদের দেনা মেটাবার জন্য যে প্রস্তাব দিয়েছিল আন্তর্জাতিক অর্থ তহবিলে তা খারিজ হয়ে গেছে। এই দিন গ্রিস-সহ ইউরোপের শেয়ার বাজারগুলিতেও পতন আসে।

স্টকমার্কেটবিডি.কম/টিআই

দেশীয় বাজার থেকে কনডেনসেট কিনবে পেট্রোম্যাক্স

sahjiস্টকমার্কেট ডেস্ক :

পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড এখন থেকে দেশীয় বাজার থেকেও কনডেনসেট কিনবে। এ লক্ষ্যে কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সঙ্গে ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কোম্পানি এত দিন দেশের বাইরে থেকে কনডেনসেট (পেট্রোল, ডিজেল, অকটেন) আমদানি করত। জানা গেছে, পেট্রোম্যাক্স দুই বছরের জন্য এই চুক্তি করেছে। আশুগঞ্জ কনডেনসেটের প্রাপ্যতা অনুযায়ী আরপিজিসিএল ১ লাখ ৫০ মেট্রিক টন কনডেনসেট যোগান দেবে।

উল্লেখ্য, পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

সিএসইতেও সাপ্তাহিক লেনদেন কম

cseস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) র মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে। এ সময় কমেছে মূল্য সূচকও। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৫২ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০২ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার। এ সময় লেনদেন কমেছে ৫০ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকা।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ। আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫ টির, দর কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

গত সপ্তাহে ডিএসইতেও মোট লেনদেনের পরিমান ও সূচক কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ