এস আলমের ২য় প্রান্তিকের ইপিএস প্রকাশ

s alomস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির (ইপিএস) ছিল ২২ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯.৯৪ টাকা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ১৯.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

বিলম্বে দর বাড়ার কারণ জানিয়ে নোটিস

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত মাস হতেই শেয়ারটির দর বাড়ছে। এর আগেই কোম্পানিটির দর বাড়ার কারণ জানানো উচিৎ ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, কোম্পানিটিকে বিলম্বে নোটিস করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর হতে নাভানা সিএনজির শেয়ার দর বেড়েছে। সেদিন এ শেয়ারের দর ছিল ৫৭ টাকা এবং গতকাল ৫ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৮০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে নাভানা সিএনজি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম