ফনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

phonix-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৫টায় দিলকুশায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে

islami fস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) কমেছে।। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান কমে দাঁড়িয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪২ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি প্রতি লোকসান (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭৩ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৫৬ পয়সা।

কোম্পানিটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএসে লোকসান কমে হয়েছে ২.৬৮ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১০.৮০ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে ১৩.২০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১১.৪২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ইউনাইটেড ফাইন্যান্সের ইপিএস কমেছে

united-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে।। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় কমে দাঁড়িয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৮ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি প্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ৬৮ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৮৬ পয়সা।

কোম্পানিটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএসে লোকসান কমে হয়েছে ২৮ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৩.৪১ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে ১৬.১৯ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৬.৪৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ফারইস্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

fareast-01স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) বেড়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৯ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪.৪৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৩৮ পয়সা।

কোম্পানিটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস কমে হয়েছে ০.৪ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৫৬ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে ৭.৬৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১২.৫৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বন্ধ কোম্পানির দর বাড়ছে : পাঁচ কোম্পানির দরবৃদ্ধি তদন্ত

dse bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে পাট খাতে তালিকাভুক্ত জুট স্পিনার্স কোম্পানির উৎপাদন বন্ধ ২০১৬ সালের জুলাই থেকে। এক বছর পার হলেও উৎপাদনে ফিরতে পারেনি কোম্পানিটি। তবুও এই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সূত্র থেকে জানা যায়, দিনের পর দিন কোনো কারণ ছাড়ায় কম্পানির শেয়ার বাড়ছে। এখনো উৎপাদনে ফিরতে পারিনি। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কম্পানিটি এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির আর্থিক হিসাব পর্যালোচনায় দেখা গেছে, তিন প্রান্তিকের ৯ মাসে জুট স্পিনার্সের ক্ষতি হয়েছে ছয় কোটি ১৩ লাখ। বছর বছর লোকসানে রয়েছে আবার উৎপাদন বন্ধ কোম্পানিটির। কিন্তু অজানা কারণেই দাম বেড়ে চলেছে। গত ২ জুলাই থেকে দাম বাড়ছে জুট স্পিনার্স লিমিটেডের। এই দিন কম্পানিটির শেয়ার দাম ছিল ৬০ টাকা। গতকাল সোমবার পর্যন্ত দাম দাঁড়িছে ৯৮.৬০ টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ার দাম বেড়েছে ৩৮.৬ টাকা।

পাঁচ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধিতে তদন্ত কমিটি : তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচ কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কোম্পানিগুলো হলো আজিজ পাইপস, বাংলাদেশ ওয়েল্ডিং অ্যান্ড ইলেকট্রোডস, বিচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এই কমিটি গঠন করা হয়। বিএসইসি সূত্র জানায়, বিএসইসির পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের উপব্যবস্থাপক মো. একরাম হোসেন এবং সহকারী এক্সিকিউটিভ বদরুল ইসলাম শাওন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ