প্রভাতী ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিক আয় বেড়েছে

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রেএ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৫ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.২৬ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৪০ টাকা। যা ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ছিল ১৬.১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

প্রগতি ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

pragatiinsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় বিমাটের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৩ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮৭পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এস এম আকরামুল হক নামে এই উদ্দ্যোক্তা তার হাতে থাকা ৪ লাখ ৪৮ হাজার ৯৯৪টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে অর্থ্যাৎ আজকেই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ