সিটি জেনারেল ইনস্যুরেন্সের বোর্ড সভা ৫ এপ্রিল

City geninsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আর্থিক প্রতিষ্ঠান সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন ৩টায় রাজধানীর মতিঝিল প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের ১.২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১‌৭,১১,০৯৯ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে প্রদান

nccbl-520x360স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, কোম্পানিটি ২১ মার্চ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর চেক নেওযার জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩৪ পুরাণা পল্টনে অবস্থিত নূরজাহান শরীফ প্লাজা ( ৮ম তলা) কোম্পানির অফিসে যোগাযোগের জন্য বলা হয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২ ঘন্টায় দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৮.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২১৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৫৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডেল্টা ব্রাক ও নিটল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু রবিবার

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্রাক হাউজিং ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের ১ এপ্রিল রবিবার শেয়ার লেনদেন শুরু হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ২৯ মার্চ বৃহস্পতিবার কোম্পানি দুইটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানি দুইটির লেনদেন স্থগিত রাখে ।

আগামী ১ এপ্রিল রবিবার থেকে কোম্পানি দুইটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রবিবার স্পট মার্কেটে যাবে ব্র্যাক ব্যাংক

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড আগামী ১ এপ্রিল রবিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২ এপ্রিল সোমবার পযর্ন্ত। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি আগামী ১ ও ২ এপ্রিল অর্থাৎ রবিবার ও সোমবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ৩ এপ্রিল মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি আগামী ৩ এপ্রিল লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১.৫২ লাখ শেয়ার কিনবে ইসলামিক ফাইন্যান্স

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ ৫২ হাজার শেয়ার কেনার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিয়াকত হোসেন মোঘল নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ৫২ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

যমুনা ব্যাংকের নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড অনুমোদন

jamuna -smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত যমুনা ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৩৭ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে আইডিএলসি ফাইন্যান্স ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঢাকা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

dhakaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৩৭ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আইনের আওতায় আনা হবে: শ্রম প্রতিমন্ত্রী

8e7d1e7882f23acb1dd39bf4acff11d2-5abb7e95add04স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্মাণ শিল্পে নিরাপত্তা সর্বাগ্রে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, ‘এ শিল্পের শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আইনের আওতায় আনা হবে।’

বুধবার (২৮ মার্চ) রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) জাতীয় সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি ওয়ার্ল্ড স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্য হয়েছে। সরকার দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) অধীনে সেক্টর ভিত্তিক ৬ মাস বা ১ বছর মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের বিশ্বের অন্যান্য দেশের সমমানের সনদ দেওয়া হবে। এতে এনএসডিসি থেকে শ্রমিকরা বিশ্ব মানের সনদ নিয়ে নির্দিষ্ট কাজে বিদেশে গেলে অন্য দেশের শ্রমিকদের সমমানে মজুরি পাবেন।’

তিনি বলেন, ‘শ্রমিকদের জন্য অংশগ্রহণমূলক ভবিষ্যৎ তহবিল (পিপিএফ) গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।’ তিনি নির্মাণ শ্রমিকদের গুচ্ছ বীমায় নিয়মিত চাঁদা দেওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ হাসপাতালে শুধু শ্রমিকদের জন্য ১০০ শয্যা সংরক্ষিত থাকবে। শ্রমিকরা নামমাত্র মূল্যে বিভিন্ন রোগের জন্য পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ পাবেন। শুধু শ্রমিকদের জন্য উন্নতমানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ বর্তমান সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। নির্মাণ শ্রমিকসহ প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকা অর্থ সহায়তা করা হচ্ছে।’

ইনসাব-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. ওসমান গনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সালাউদ্দিন খোকা মোল্লা, প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার হাওলাদার ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম শহিদুল হক ফারুক প্রমুখ। সম্মেলন শেষে ইনসাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম