দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১২৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮১ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১০৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৯৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.০৬ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২.৭৪ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩১.৪৭টাকা। যা গত বছরে একই সময় ছিল ২৯.৩৮ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২১ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইষ্টার্ন ইন্স্যুরেন্সের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৪৭ টাকা। যা গত বছরে একই সময় ছিল ৩.৩৩ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪০.৭৬ টাকা। যা গত বছরে একই সময় ছিল ৩৯.২৫ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৯ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা

shajalal bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৭৪ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২.১৫ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৬৫ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১৬.৮৬ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৩১ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শাহজালাল ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

shajalal bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৯ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটি আয় ৯ কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.০৫ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ মার্চ পর্যন্ত ন্যাভ ছিল ১৭.৩৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিএসআরএম স্টিলসের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

bsrmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৫ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.২২ টাকা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি আয় ২৩ কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪.৪৮ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫.৪০ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৩০.২৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৭ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটি আয় ১৬ বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.৭৩ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ২৩.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রূপালী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

Rupali insস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বামী খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১.৭৫ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২.২০ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২২.৬৪ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Rupali insস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬২ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটি আয় ১ বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৮০ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ২২.২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দিনে ১০ হাজার ১৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাতে ১০ হাজার ১৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। কিন্তু মানসম্মত বিদ্যুৎ সেবা পাচ্ছেন না গ্রাহক। খোদ রাজধানীতেই কয়েক দিন থেকে দিনে তিন-চারবার লোডশেডিং হচ্ছে। গ্রামের অবস্থা আরও খারাপ। গরমের সঙ্গে বিদ্যুতের যাওয়া-আসা মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ এটিকে স্বাভাবিক লোডশেডিং বলতে নারাজ। তারা বলছে, গত দু-তিন দিন বিদ্যুতের যে সমস্যা হচ্ছে, এটা আসলে বিদ্যুৎ বিভ্রাট। কয়েক দফা কালবৈশাখীতে বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিতরণে সমস্যা হচ্ছে।

বিদ্যুতের রেকর্ড উৎপাদন নিয়ে বুধবার সচিবালয়ে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন। এর আগে গত ১৯ মার্চ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগের প্রাক্কলন অনুসারে, এবারের গ্রীষ্ফ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা সাড়ে ১২ হাজার মেগাওয়াট। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্যমতে, বুধবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল সাড়ে ১০ হাজার মেগাওয়াট। আর উৎপাদন হয়েছে সমপরিমাণ বিদ্যুৎ। কিন্তু গতকাল সন্ধ্যায়ও রাজধানীর বিভিন্ন স্থানে লোডশেডিং হয়।

উৎপাদন বৃদ্ধির পরও লোডশেডিং কেন হচ্ছে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তাদের হিসাবে গত ১৫-২০ দিন কোনো লোডশেডিং হয়নি। যেটা হয়েছে, সেটি বিদ্যুৎ বিভ্রাট। তিনি বলেন, এই মাসে ঝড়-বৃষ্টির কারণে চাহিদা কমেছিল, আরেক দিকে বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে সরবরাহ ব্যাহত হয়েছিল।

সচিব জানান, এখন তারা বিদ্যুৎ উৎপাদনে ৯৫ কোটি ঘনফুট গ্যাস পাচ্ছেন। দেশে তরল প্রাকৃতিক গ্যাস-এলএনজি আসছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়বে। এতে পরিস্থিতির আরও উন্নতি হবে। শিগগিরই বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ