1. বেক্সিমকো লিমিটেড
  2. ব্র্যাক ব্যাংক
  3. স্কয়ার ফার্মা
  4. নাভানা সিএনজি লিমিটেড
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ইবনে সিনা ফার্মা
  7. লাফার্জ হোলসিম
  8. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  9. ডরিন পাওয়ার
  10. গ্রামীন ফোন লিমিটেডের।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৯২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯২ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫৪৭ কোটি ৮ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৪৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৭ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা ফার্মা, লাফার্জ হোলসিম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডরিন পাওয়ার ও গ্রামীন ফোন লিমিটেডের।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৮.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬৫ টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৩৭ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় চার গুন কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বিএসআরএম লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড ।

দুই ব্যাংকের লেনদেন স্থগিত বৃহস্পতিবার

trade suspended logo mmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড আগামী ৩ মে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠান দুইটি আগামী ৩ মে বৃহস্পতিবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে প্রতিষ্ঠান দুইটি বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী ৬ মে রবিবার থেকে প্রতিষ্ঠান দুইটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

৪০ হাজার শেয়ার কিনবে রিপাবলিক ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ আব্দুস সবুর নামে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক কোম্পানিটির ৪০ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড সভা স্থগিত করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড সভা আজ ৩০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত পরিচালনা বোর্ড সভা স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পাশাপাশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা ও বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য জানিয়ে দেওয়ার কথা ছিল।

প্রতিষ্ঠানটির পরবর্তী নোটিসের মাধ্যমে নতুন বোর্ড সভার তারিখ সময় ও স্থান জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই শেয়ারবাজারে সূচকের পতন লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫২ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৪৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭৭৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১০ লাখ শেয়ার কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালক

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাইনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই কর্পোরেট পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ট্রাস্ট ব্যাংকের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

trustস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.১৪ টাকা। যা গত বছরে একই সময় ছিল ৩.৬২ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২.৪০ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২০.৬৮ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২২ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্কয়ার ফার্মার তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

square pharmaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০৪ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.৯৮ টাকা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ৬ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৯৯ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১০.৫৯ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪.৭৫ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৬৬.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হাওয়েল টেক্সটাইলের তিন মাসে ইপিএস বেড়েছে ১১ পয়সা

hawelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৩ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ১১ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৫৪ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮.৫২ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ ছিল ২৮.২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম