স্টাইলক্রাফটের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১ লাখ বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ওমর গোলাম রব্বানী নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ লাখ ৭ হাজার ৭৭৪টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ফরচুন সুজ
  3. মুন্নু সিরামিকস
  4. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  5. মেঘনা পেট্রোলিয়াম
  6. খুলনা পাওয়ার
  7. স্কয়ার ফার্মা
  8. লিগ্যাছি ফুট
  9. ন্যাশনাল পলিমার
  10. মুন্নু স্টাফলার্স লিমিটেড।

লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচক ও শেয়ারের দরও কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ২৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৭৯ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯০টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মেঘনা পেট্রোলিয়াম, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, লিগ্যাছি ফুট, ন্যাশনাল পলিমার ও মুন্নু স্টাফলার্স লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৯৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২০ কোটি ৩৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও স্কয়ার ফার্মা ফরচুন সুজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নির্বাচনের দিন শেয়ারবাজার বন্ধ ঘোষণা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, আগামীকাল ২৮ ফেব্রুয়ারিতে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত দিনটি ইতোমধ্যে সাধারনণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এদিন রাজধানীর সকল ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পর ২ দিনের সাপ্তাহিক ছুটি থাকায় ৩ মার্চ রবিবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

 

স্টকমার্কেটবিডি.কম/বি

বাণিজ্য মেলায় ভ্যাট দিয়ে সেরা ১০ প্রতিষ্ঠান

oooস্টকমার্কেটবিডি ডেস্ক :

পুরান ঢাকায় কেমিক্যাল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। সরকার চাইলে পুরান ঢাকার ঠিকানায় সব কেমিক্যাল আমদানি বন্ধ করা যেতে পারে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

গতকাল মঙ্গলবার এনবিআরের প্রধান কার্যালয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সেরা দশ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদানকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আমি শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য বিসিকের মাধ্যমে মুন্সীগঞ্জে জমি প্রস্তুত করেছিলাম। এখন সরকারিভাবে ঘোষণা করতে হবে—পুরান ঢাকার ঠিকানায় কোনো কেমিক্যাল আমদানি নয়। একইভাবে ব্যাংকের মাধ্যমে তাঁদের এলসি খোলা বন্ধ করতে হবে। তাহলে ব্যবসায়ীরা নিজেরাই সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। প্রাণহানি ঘটার সম্ভাবনাও থাকবে না।’

এফবিসিসিআইয়ের সহসভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘ব্যবসায়ীমহলে ভ্যাট নিয়ে একটা ভীতি আছে। এই ভীতি দূর করতে হবে। আমরা ভ্যাট দিতে চাই।’ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হলে রাজস্ব দিতে হবে। গত মেলার চেয়ে এবার ভ্যাট বেশি আদায় হয়েছে।’

সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পুরস্কার নিতে আসা ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘পুরস্কার হচ্ছে স্বীকৃতি। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্যাট প্রদানে ওয়ালটন গত ১২ বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে। এ বছর দ্বিতীয় স্থান অধিকার করেছে।’ তিনি বলেন, ‘আমি এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইপিবি যেভাবে ক্যাটাগরি অনুসারে পুরস্কার দেয়, সেভাবে রাজস্ব পুরস্কার দিতে। তাহলে ভ্যাট প্রদানে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে। সবার মধ্যে ভ্যাট প্রদানে উৎসাহ জোগাবে, কারণ সরকার আমাদের পুরস্কার দিচ্ছে।’

অনুষ্ঠানে হাতিল কমপেক্স লিমিটেডের পক্ষে মশিউর রহমান, এসক্যোয়ার ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে আবু বকর, র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে মাসুদ হোসেন মানিক, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পক্ষে শাহজাহান মজুমদার, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে চৌধুরী আতিউল রাসুল, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে কাজী নাসির ও নাভানা ফার্নিচার লিমেটেডের পক্ষে ইয়ামিন রিকু পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে জানানো হয়, ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে রেকর্ড সাত কোটি এক লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি টাকা বেশি। ২০১৮ সালে বাণিজ্য মেলা থেকে আদায় করা ভ্যাটের পরিমাণ ছিল পাঁচ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

গ্লাক্সোস্মিথক্লিনের ৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথক্লিন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বাের্ড সভায় গত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫২.৭৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১০৪.১১ টাকা।

আগামী ২৫ এপ্রিল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ

পুরান ঢাকার ঠিকানা ব্যবহার করে এলসি বন্ধ করতে হবে

nrb_picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার চাইলে পুরান ঢাকার ঠিকানা ব্যবহার করে কেমিক্যাল আমদানি বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের কনফারেন্স কক্ষে সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ভ্যাট দাতা ১০ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য বিসিকের মাধ্যমে মুন্সিগঞ্জে জমি প্রস্তুত করেছিলাম। যদিও জমি প্রসেস হতে কিছুটা দেরি হয়েছে।’

তিনি বলেন, ‘এখন সরকারিভাবে ঘোষণা করতে হবে, পুরান ঢাকার ঠিকানায় কোনও কেমিক্যাল আমদানি নয়। একইভাবে ব্যাংকের মাধ্যমে তাদের এলসি খোলা বন্ধ করতে হবে। তাহলে ব্যবসায়ীরা নিজেরাই সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। প্রাণহানি ঘটার সম্ভাবনাও থাকবে না।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

এমারেল্ড অয়েল পরিচালকদের ৫ লাখ টাকা জড়িমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হওয়ায় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭৭তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে জরিমানার পাশাপাশি উদ্যোক্তা, পরিচালক (স্বতন্ত্র পরিচালক ব্যতিত), প্রধান নির্বাহি কর্মকর্তা, প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা, কোম্পানি সচিব ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সের সকল বিও হিসাব ফ্রিজ বা লেনদেন অযোগ্য করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

স্বতন্ত্র পরিচালক না থাকায় ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সকে সতর্কপত্র

eastland-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বতন্ত্র পরিচালকের শূন্য পদ নির্দিষ্ট সময়ের (৯০ দিন) মধ্যে পূরন না করায় ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সকে সতর্কপত্র ইস্যু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭৭তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বতন্ত্র পরিচালকের শূন্য পদ পূরন না করার মাধ্যমে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ কর্পোরেট গর্ভন্যান্স কোড সংক্রান্ত কমিশনের নোটিফিকেশন নং- বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/২০৭/এডমিন/৮০ এর শর্ত নং ১.(২)(ডি) ভঙ্গ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

না জানিয়ে শেয়ার বিক্রি করায় ইন্স্যুরেন্সের পরিচালককে জরিমানা

purabi-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারহোল্ডারদের না জানিয়ে শেয়ার বিক্রি করায় পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক মোনা গার্মেন্টসকে ১০ লাখ টাকা জরিমানার করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির ৬৭৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়া পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক মিসেস গোলাম ফাতেমা তাহেরা খানম শেয়ার বিক্রি করেছেন। যিনি মোনা গার্মেন্টস থেকে মনোনীত পরিচালক। এর মাধ্যমে কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৪৯/এডমিন/০৩-৪৮, তারিখ জুলাই ১৪, ২০১০ ভঙ্গ করা হয়েছে।

উক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন মোনা গার্মেন্টসকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড