চট্টগ্রামে এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবি ব্যাংকের চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোড শাখা থেকে ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংকার ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার চট্টগ্রামের হালিশহর থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন: আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক এসভিপি ও ক্রেডিট ইনফরমেশন মনিটরিংয়ের ইনচার্জ মো. আজাদ হোসেন, ব্যাংকটির ইভিপি ও পোর্ট কানেকটিং রোড শাখার সাবেক ব্যবস্থাপক নাজিম উদ্দিন এবং চট্টগ্রামের ইয়াসির এন্টারপ্রাইজের মালিক মোজাহের হোসেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, আসামিরা প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে বৈদেশিক ঋণপত্রের (এলসি) মাধ্যমে খাদ্যসামগ্রী আমদানি ও স্থানীয় ঋণপত্রের মাধ্যমে খাদ্যসামগ্রী কেনা এবং ওই সব মালামাল বিক্রি করে ঋণ মঞ্জুরিপত্রের শর্তমতে নির্ধারিত সময়ে ব্যাংকে টাকা জমা দেননি। এভাবে সুদসহ মোট ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা আত্মসাৎ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

এমএল ডায়িংয়ের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। মঙ্গলবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

৩ মাসের মধ্যে কেমিক্যাল ব্যবসায়ীদের সরাতে হবে : মো. নাসিম

nasimস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, আগামী ৩ মাসের মধ্যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসায়ীদের সরাতে হবে। ঢাকা জেলার কেরানীগঞ্জে তাদের জন্য জায়গা বরাদ্দ হয়েছে।

মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। এর দায় সবাইকে নিতে হবে। নিমতলীর পর এবার এতগুলো মানুষ মারা গেলো- এটা খুবই মর্মান্তিক। ১৪ দলের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

৩ পানি বিক্রয়কারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে থাকা অনুমোদিত ১০টি ব্র্যান্ডের বোতল ও জারের পানি নিম্নমানের হওয়ায় সাতটির লাইসেন্স স্থগিত এবং তিনটির লাইসেন্স বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আনন্দ ফুড অ্যান্ড বেভারেজের ‘আনন্দ প্লাস’ ব্র্যান্ড (জার), রিয়েল ফুড অ্যান্ড বেভারেজের ‘রিয়েল ফার্স্ট’ ব্র্যান্ড (জার), বেস্টওয়ান ড্রিংকিংয়ের বেস্ট ওয়ান।

লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- সেফ ইন্টারন্যাশনালের ‘ক্যানি’ ব্র্যান্ড (জার), সিনহা বাংলাদেশ ট্রেড লিমিটেডের ‘এ্যাকুয়া মিনারেল’ ব্র্যান্ড (ছোট বোতল), এএসটি বেভারেজ লিমিটেডেরে ‘আলমা’ ব্র্যান্ডের (ছোট বোতল), মেসার্স ক্রিস্টাল ফুড অ্যান্ড বেভারেজ এর ‘সিএফবি’ ব্র্যান্ড (জার), মেসার্স ইউরোটেক ট্রেড অ্যান্ড টেকনোলজির ‘ওসমা’ ব্র্যান্ড (জার), ইউনিটি এগ্রো বেভারেজ ইন্ডাস্ট্রিজের ‘এপিক’ ব্র্যান্ড (জার), ফ্রুটস অ্যান্ড ফ্লেভার্স এর ‘ইয়াম্মী ইয়াম্মী’ ব্র্যান্ড (পেট বোতল)।

বিএসটিআইয়ের প্রতিবেদন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি মো. মোখলেছুর রহমান। রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. জে আর খাঁন রবিন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার মুহম্মদ ফরিদুল ইসলাম (ফরিদ)।

প্রতিবেদন দাখিলের পর মামলার শুনানিতে আদালত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, পানি নিয়ে তারা কী কী কার্যক্রম পরিচালনা করেন, তা আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে।

এদিকে বিএসটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তারা ৬৯টি সার্ভিলেন্স টিম পরিচালনা করে ৩ হাজার ৩৫৭৫টি অবৈধ পানির জার/জব্দ, ৬৫ টি নিয়মিত মামলা করা হয়।

‘পরীক্ষার জন্য বাজার থেকে ২৮টি পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২২টির প্রতিবেদনের মধ্যে ১২টি মান সম্মত এবং ১০টি নিম্ন মানের। এ ১০টিকে শো’কজের পর ৩টি কোম্পানী জবাব দেয়নি। তাই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাকী ৭টি শো’কজের জবাব দিয়ে মান উন্নয়নের জন্য সময় চেয়েছে। এ কারণে তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এছাড়া লাইসেন্স না থাকায় ৩৬ কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।’

আইনজীবী মুহম্মদ ফরিদুল ইসলাম ফরিদ জানান, আজকে এ মামলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পক্ষভুক্ত হয়েছে। এরপর আদালত পানি নিয়ে তাদের কার্যক্রম জানতে চেয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

  1. স্কয়ার ফার্মা
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ফরচুন সুজ
  4. মুন্নু সিরামিকস
  5. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  7. খুলনা পাওয়ার
  8. ব্র্যাক ব্যাংক
  9. গ্রামীনফোন লিমিটেড
  10. লিগ্যাছি ফুট লিমিটেড।

দিনশেষে কমেছে সূচক, লেনদেন ও শেয়ার দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও শেয়ারের দর কমেছে। তবে এদিন সিএসইতেও লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৭১৮ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, খুলনা পাওয়ার, ব্র্যাক ব্যাংক ও লিগ্যাছি ফুট লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫২৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২২ কোটি ৮৬ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুবাইভিত্তিক লূব্রিকেন্টস বাজারজাত করবে মেঘনা পেট্রোলিয়াম

megnaস্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড দুবাইভিত্তিক লূব্রিকেন্টস বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানিটির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি দুবাইয়ের কোম্পানি বিপি মেডল ইষ্ট এলএলসি লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই চুক্তির আওতায় বিপি মেডল ইষ্ট এলএলসি লিমিটেডের ক্যাস্টল ব্রান্ড লূব্রিকেন্টস বাংলাদেশে বাজারজাত করবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

mercantileস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

নারায়নগঞ্জে জমি বিক্রি করবে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

altexস্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ নারায়নগঞ্জে অবস্থিত কোম্পানির জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি নারায়নগঞ্জে জেলার রূপগঞ্জে তেলাবো-মাসাবো এলাকায় অবস্থিত ১৪৫.২৫ ডেসিমল জমি বিক্রি করবে। তবে এ জমির দর জানানো হয়নি।

কোম্পানিটির এই সব জমি অব্যবহৃত ও নিচু জমি বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

এসএস স্টিলসের ঋণমান ‘এ-’ ও ‘এসটি-২’

ss still fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এসএস স্টিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি