খেলাপিদের ধরতে সরকারি ব্যাংকে বিশেষ অডিট : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খেলাপি গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ে সরকারি ব্যাংকে বিশেষ অডিট করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যাংক খাতের অনিয়ম রোধে প্রতিটি সরকারি ব্যাংকের জন্য আলাদাভাবে বিশেষ অডিট হবে। গত তিন বছরে যেসব গ্রাহক টাকা নিয়ে ফেরত দেয়নি, তারা কারা, তা চিহ্নিত করতে তিন অডিট ফার্মকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রুপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে কর্মকৌশলের পরিবর্তন দরকার। ঋণ দেওয়ার আগে দীর্ঘ মেয়াদে চিন্তা না করে যাচাই-বাছাই করেন। ব্যাংকগুলোকে না হলে অর্থ আদায়ে ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন, অর্থ আদায়ে খেলাপিরা যেন দেশের বাইরে যেতে না পারে, সেজন্য নিয়ম-কানুনেরও সংস্কার আনা হবে।

রুপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুর রহমান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. জেনেক্স ইনফোসিস
  3. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. মুন্নু সিরামিকস
  7. স্কয়ার ফার্মা
  8. বার্জার্স পেইন্টস
  9. ব্র্যাক ব্যাংক
  10. সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারবাজারে সূচকের পতনে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭০৬ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, জেনেক্স ইনফোসিস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, বার্জার্স পেইন্টস, ব্র্যাক ব্যাংক ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭১৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৫ কোটি ১৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশে ৩২ শতাংশ শিশু অনলাইনে নিপীড়নের শিকার

unicefস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ১০ থেকে ১৭ বছর বয়সী ৩২ শতাংশ শিশু অনলাইন সহিংসতা, অনলাইনে ভয়ভীতি প্রদর্শন ও ডিজিটাল উৎপীড়নের শিকার হওয়ার মতো বিপদের মুখে রয়েছে। একইসঙ্গে সংস্থাটি অনলাইনে শিশু ও তরুণ জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা মোকাবেলা ও প্রতিরোধে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

‘নিরাপদ ইন্টারনেট দিবসে’ জানানো এই আহ্বান এসেছে তরুণ জনগোষ্ঠীর ওপর সম্প্রতি ইউনিসেফ পরিচালিত এক জরিপ এবং ‘#এন্ডভায়োলেন্স ইয়ুথ টকস’ শিরোনামে শিক্ষার্থীদের নেতৃত্বে বিশ্বব্যাপী অনুষ্ঠিত একটি ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের ভিত্তিতে। ১৬০টিরও বেশি দেশে ইউনিসেফ পরিচালিত জরিপে পাঁচ সপ্তাহ ধরে ১০ লাখেরও বেশি সাড়া আসে।

‘বাংলাদেশে শিশুদের অনলাইন নিরাপত্তা’ শিরোনামে ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষার জন্য দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ১ হাজার ২৮১ জন স্কুল-বয়সী (১০ থেকে ১৭ বছর)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ শিশুর ওপর জরিপ পরিচালনা করা হয়, যারা ইন্টারনেট ব্যবহার করে।

বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মধ্যে ধর্মীয় উস্কানি দেয়ার বিষয়টিও সমীক্ষায় উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী প্রায় ১০ শতাংশ শিশু ধর্মীয় উস্কানিমূলক বিষয়বস্তুর মুখোমুখি হওয়ার অভিযোগ করে। কিশোর বয়সীরা (১৬ থেকে ১৭ বছর) অন্য বয়সী শিশুদের তুলনায় অনেক বেশি এই ধরনের উস্কানিমূলক বিষয়বস্তুর সম্মুখীন হয়।

ইউনিসেফ বাংলাদেশের সমীক্ষা অনুযায়ী, প্রায় ২৫ শতাংশ শিশু (১০-১৭ বছর বয়সী) ১১ বছর বয়সের আগেই ডিজিটাল জগতে প্রবেশ করতে শুরু করে। এ ছাড়া, শিশুদের একটি বড় অংশ (৬৩%) প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবহারের স্থান হিসেবে তাদের নিজেদের কক্ষটিকেই ব্যবহার করে। এটা “বেডরুম কালচার”-এর ব্যাপকতা নির্দেশ করে, যা অপেক্ষাকৃত কম নজরদারির মধ্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করে।

বাংলাদেশে উচ্চমাত্রায় অনলাইনে প্রবেশাধিকারে সুযোগ ও ব্যবহারের দিক থেকে ছেলেরা (৬৩%) মেয়েদের (৪৮%) চেয়ে এগিয়ে আছে। ইন্টারনেটে নিয়মিত সবচেয়ে বেশি যে দুটি কাজ করা হয় তা হচ্ছে, অনলাইন চ্যাটিং (বার্তা আদান-প্রদান) ও ভিডিও দেখা। প্রতিদিন গড়ে ৩৩ শতাংশ সময় অনলাইন চ্যাটিং এবং ৩০ শতাংশ সময় ভিডিও দেখা হয়ে থাকে। সমীক্ষায় উঠে এসেছে যে, ৭০ শতাংশ ছেলে ও ৪৪ শতাংশ মেয়ে অনলাইনে অপরিচিত মানুষের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করে। এমনকি জরিপে অংশগ্রহণকারীদের একটি অংশ তাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে সেই অনলাইন ‘বন্ধুদের’ সঙ্গে সরাসরি দেখা করার কথাও স্বীকার করে।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী জনগোষ্ঠীর সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। ২০০০ সাল থেকে এই সংখ্যা ৮০০ গুণ বেড়েছে। বাংলাদেশে অনলাইন জনগোষ্ঠীর গড় বয়স ক্রমেই কমছে। এমনকি ১১ বছরের শিশুরাও প্রতিদিন ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করছে। যদিও ছোট শিশুদের তুলনায় বেশি বয়সী শিশুরা অনলাইনে ভয়ভীতির সম্মুখীন হওয়ার বেশি ঝুঁকিতে থাকে। তবে ক্ষতিকর সামগ্রী, যৌন নিগ্রহ ও অপব্যবহার এবং ভয়ভীতির সম্মুখীন হওয়ার ঝুঁকি থেকে শিশুরা কখনোই মুক্ত নয়।

অনলাইনে হয়রানী এবং ভয়ভীতি প্রদর্শন ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। কারণ এটা দ্রুত অনেকের কাছে পৌঁছে যেতে পারে এবং অনলাইনে অনির্দিষ্টকাল ধরে এগুলো থেকে যেতে পারে। অন্য শিক্ষার্থীদের তুলনায় যারা অনলাইনে ভয়ভীতির শিকার হয়, তাদের অ্যালকোহল ও মাদকে আসক্ত হওয়ার এবং স্কুল ফাঁকি দেওয়ার হার বেশি। এছাড়া তাদের পরীক্ষায় ফল খারাপ করা, আত্ম-সম্মান কমে যাওয়া ও স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার সমূহ আশঙ্কা থাকে। চরম পরিস্থিতিতে, অনলাইনে ভয়ভীতি প্রদর্শন এমনকি আত্মহত্যার দিকেও ঠেলে দিতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

চীনা পণ্যে শুল্ক আরোপ করল ভারত

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

সস্তা পণ্য আমদানি থেকে দেশীয় বাজার সুরক্ষায় ৯৯ চীনা পণ্যের ওপর ডাম্পিং বিরোধী (অ্যান্টি-ডাম্পিং) শুল্ক আরোপ করেছে ভারত। গত ২৮ জানুয়ারি থেকে এটি কার্যকর হলেও গত সোমবার তা ভারতের পার্লামেন্টে লিখিতভাবে অবহিত করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সি আর চৌধুরী। যেসব পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল, আঁশ ও সুতা, যন্ত্রপাতি, ওষুধ, রাবার এবং স্টিল পণ্য।

প্রতিমন্ত্রী জানান, চীন থেকে আসা এসব পণ্য দেশে সস্তায় বিক্রি হওয়ায় স্থানীয় কম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দেশীয় বাজার রক্ষার স্বার্থেই বিশ্ববাণিজ্য সংস্থার নিয়মের মধ্যে থেকেই অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে।

বলা হয়, এ শুল্ক আরোপের লক্ষ্য হচ্ছে বাণিজ্যে ন্যায্য প্রতিযোগিতা তৈরি করা এবং সব কম্পানির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ ছাড়া চীনে ভারতের রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার অব্যাহতভাবে পদক্ষেপ নিয়ে যাচ্ছে। চীনে ভারতের আরো কৃষিপণ্য প্রবেশ করাতে সেই দেশের কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। পিটিআই।

স্টকমার্কেটবিডি.কম/এম

জাতীয় গ্রিডে যোগ হলো আরো ছয় কেন্দ্রের বিদ্যুৎ

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ নতুন ছয়টি বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ৬২ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে জাতীয় গ্রিডে। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের এ ছয়টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নবনির্মিত এসব বিদ্যুৎকেন্দ্রের মধ্যে রয়েছে—ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চাঁদপুর ২০০, আশুগঞ্জ ১৫০, রুপসা ১০৫, সিরাজগঞ্জ ২৮২ এবং জুলদা, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ।

ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০ হাজার ৮৫৪ মেগাওয়াট। নতুন ৬টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করায় জাতীয় গ্রিডে যোগ হলো ১ হাজার ৬২ মেগাওয়াট।

প্রধানমন্ত্রী একই অনুষ্ঠান থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহের উদ্বোধন করেন।

এছাড়া জাতীয় গ্রিডে সংযুক্ত নয়টি গ্রিড উপকেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

নতুন নতুন এলাকায় সহযোগিতা করবে এডিবি: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা। এডিবি দীর্ঘদিন ধরে নানা প্রকল্পে সহযোগিতা করছে। সামনে আরো নতুন নতুন প্রকল্প ও নতুন এলাকায় এডিবি সহযোগিতা করবে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে শেষে মন্ত্রী এমন আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, এডিবি চায় তাদের অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তাবায়ন। আমরাও প্রকল্প বাস্তবায়ন বাড়িয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, এডিবির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে। আমরা আশাকরি, নতুন সরকার কাজ শুরু করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা এডিবির সহযোগিতা পাবো।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

বাংলাদেশে রফতানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

usaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৈষম্য দূর করে রফতানি বাড়াতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পণ্য রফতানি করে আমরা সে তুলনায় করতে পারি না, এতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য দেখা দিয়েছে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম রেদওয়ান হোসেন, ডব্লিইউটিও-এর মুনীর চৌধুরী, শরিফা খানসহ (রফতানি) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। বাংলাদেশের সঙ্গে আমেরিকার অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ভালো। বাংলাদেশর সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কাজের সুনির্দিষ্ট উন্নতি হয়েছে। কারখানাগুলোতে নিরাপদ কাজের পরিবেশ আগের থেকে ভালো হলেও আরো কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অ্যাকর্ড অ্যালায়েন্সের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

রবার্ট মিলার বলেন, বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। উভয় দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বাড়াতে কমার্শিয়াল কাউনন্সিলর নিয়োগের প্রক্রিয়া চলছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈষম্য ও ঘাটতি দূর করতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এজন্য বাংলাদেশ সরকার যা করা দরকার তা করবে। সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। বাংলাদেশে এনার্জি, পাওয়ার, শিপিং, এলএনজি, এবং এয়ারলাইন্স খাতে প্রায় ২ বিলিয়নের বেশি মার্কিন বিনিয়োগ রয়েছে। এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়ানোর সুযোগ এসেছে। এতে করে উভয় দেশ লাভবান হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাক খাতের বড় বাজার। গত অর্থবছরে আমরা সে দেশে ৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছি। আর আমেরিকা রফতানি করেছে মাত্র ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৬০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫০ বিলিয়ন ধরা হয়েছে তৈরি পোশাকে। যুক্তরাষ্ট্রে রফতানি বাড়ানোর সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ পণ্য রফতানি করতে বাংলাদেশ সক্ষম।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তায় অনেক পরিবর্তন এসেছে। অ্যাকর্ড অ্যালায়েন্স ও ন্যাশনাল ইনেশিয়েটিভ কারখানাগুলো পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ৯০ ভাগের বেশি কারখানা পরিদর্শ সম্পন্ন হয়েছে। তৈরি পোশাকের কারখানাগুলো সংস্কার করা হয়েছে নতুন নতুন গ্রিন কারখানা গড়ে উঠেছে। শ্রমিকদের মজুরি সময়োপযোগী করা হয়েছে। একারণে তৈরি পোশাকের উৎপাদন খরচ বেড়ে গেছে। এজন্য এ পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করা দরকার।

স্টকমার্কেটবিডি/বি/এম

ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক ৭শ কোটি টাকার বন্ড অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিডেটকে ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিএসইসির ৬৭৪তম কমিশন সভায় কোম্পানিটিকে ফুললি রিডেম্বরল নন-কনভার্টেবল মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে ৭০০ কোটি টাকার ফুললি রিডেম্বরল নন-কনভার্টেবল মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের অনুমোদন করা হয়েছে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, ফুললি রিডেম্বল এবং আনস্ক্রিনড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক টায়ার-টু ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এ বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

জেনেক্স ইনফোসিসের প্রথমার্ধের ইপিএস ০.৯৭ টাকা

genexস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে লেনদেনের অপেক্ষায় থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ০.৯৭ টাকা এসেছে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে জেনেক্স ইনফোসিসের ইপিএস ০.৯৭ টাকা এসেছে। আর গত বছর একই সময়ে ইপিএস ছিল ০.৯৮ টাকা।

এসময় কোম্পানিটির সাবসিডিয়ারি কোম্পানিসহ সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা । যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৬ কোটি ১ লাখ টাকা।

২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জেনেক্স ইনফোসিসের সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকা বা ইপিএস ০.৪৭ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৩ কোটি ৭ লাখ টাকা বা ০.৫০ টাকা।

এদিকে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় কোম্পানিটির প্রথমার্ধে ইপিএস হয় ০.৭৩ টাকা এবং ২য় প্রান্তিকে হয় ০.৩৬ টাকা।

কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৬.৯৫ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাড়াঁয় ১৫.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম