বিবিএসের পরিচালকদের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের তিনজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আবু নোমান হাওলাদার, আশরাফ আলী খান ও মো: বদরুল হাসান নামে কোম্পানিটির তিনজন পরিচালক যথাক্রমে ৩০,৯৯,৮৪৬, ৬১,৯৯,৬৪৬ ও ৩০,৯৯,৮৪৬ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে পরিচালকরা এসব শেয়ার চলমান বাজার দরে এবং ব্লক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

স্টার লাইন ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেনীর কাশেমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আগুনে নুডুলস, সেমাই ও বিস্কুট ফ্যাক্টরী পুরোপুরি পুড়ে গেছে। পরবর্তিতে গোডাউনেও আগুন লেগে যায়। এই কারখানায় পড়ায় ১৫০০ শ্রমিক কর্মরত আছেন।

ফেনীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৎসুদ্দী জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এর ভয়াবহতা দেখে আশপাশের জেলার ষ্টেশন থেকে আরও ৫টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফেনীর ৫ উপজেলার ফায়ার সার্ভিস ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ, চৌমুহনী, কুমিল্লার চৌদ্দগ্রাম ষ্টেশনসহ মোট ৯টি ইউনিট ৬ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা হচ্ছে কারখানার অভ্যন্তরের কার্টুন সেড থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এতে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রবিবার ৪ কোম্পানির লেনদেন বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২৮ ফেব্রুয়ারি রবিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এসএস স্টিল, ইনটেক, বিএসআরএম স্টিল ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ১ মার্চ থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রাজধানীতে চলছে বাংলাক্রাফটের হস্তশিল্প প্রদর্শনী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথের ফেয়ার দিয়া কমপ্লেক্সে বাংলাক্রাফটের অফিসে পাঁচদিন ব্যাপী দেশের হস্তশিল্পের অগ্রযাত্রাকে তুলে ধরতে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে। বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাক্রাফটের সভাপতি গোলাম আহসান।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে হস্তশিল্পের প্রায় ২০০টি পণ্য স্থান পেয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই চলবে। দেশের ঐতিহ্য, সংস্কৃতির বিকাশ ও দারিদ্র বিমোচনের হাতিয়ার হিসেবে সত্তরদশক থেকে জাতীয় অর্থনীতিতে হস্তশিল্প বিশেষ অবদান রেখে আসছে। এই শিল্পের সঙ্গে গ্রাম পর্যায়ের লাখ লাখ কারুশিল্পী জড়িত রয়েছেন। তাদের জীবিকা এই শিল্পের মাধ্যমে নির্বাহ হচ্ছে।

বাংলাক্রাফট এর সাথে ৪৮৫ টি হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান যুক্ত আছে এবং প্রায় ৯২ টি প্রতিষ্ঠান তাদের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে। বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করে সংগঠনটির সাথে থাকা প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) তথ্য মতে, দেশে বছরে হস্তশিল্পের অভ্যন্তরীণ বাজার প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা এবং করোনাকালীন সময়ে বিদেশে হস্তশিল্পের পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ।

বাংলাক্রাফট এর সাথে ৪৮৫ টি হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান যুক্ত আছে এবং প্রায় ৯২ টি প্রতিষ্ঠান তাদের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে। বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করে সংগঠনটির সাথে থাকা প্রতিষ্ঠানগুলো।

শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি পণ্য রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে হস্তশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হস্তশিল্প পণ্য প্রদর্শনীর মাধ্যমে সকল শ্রেণির ক্রেতাদেরকে আমাদের পণ্যের বিষয়ে ব্যাপকভাবে পরিচিত করতে এবং সচেতন করতে সক্ষম হবেন বলে আশা করেন আয়োজকরা।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেন চলছে সূচকের ওঠানামায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের ওঠানামার মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১২২৩ ও ২০৫২ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ২০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৯টি কোম্পানির দর। আর ১৮টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দেশের রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রফতানি আয় বেড়েছে। যে কারণে রির্জাভের পরিমাণ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
গত ৩০ ডিসেম্বর দেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। জানুয়ারির প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর-ডিসেম্বর মেয়াদের আমদানি বিল পরিশোধের পর তা ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তবে রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় এক মাস না যেতেই রিজার্ভ আবার ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করল।

এই রির্জাভ দিয়ে আগামী ১১ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

উত্তরা ফাইন্যান্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

বারাকা পতেঙ্গা পাওয়ারের বিডিংয়ের শেষদিন আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং আজ ২৫ ফেব্রুয়ারি বিকালে শেষ হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, গত ২২ ফেব্রুয়ারি বেলা ৫ টায় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের এই বিডিং শুরু হয়। পরবর্তী ৩ দিন এই বিডিং চলে। বিডিং শেষ হবে আজ ২৫ ফেব্রুয়ারি বেলা ৫টায়। বিডিং অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সুবিধাজনক দরে ক্রয় প্রস্তাব দিতে পারবেন।

এর আগে কোম্পানিটির আইপিও বিডিংয়ের দিন ১৫ ফেব্রুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৭৫৫ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ২৩ টাকা। একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ধরা হয়েছে ৪.৩৭ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/আর

পূবালী ব্যাংকের পরিচালক নির্বাচনের অনুমতি মিলল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি দিয়েছে হাইকোর্ট। পূর্ববর্তী এজিএমের বাকি একটি এজেন্ডা অনুমোদন দেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট কোম্পানির ৩৭ এজিএমের অনুমতি দিয়েছে।

আগামী ১৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় অনলাইনে এই এজিএমটি অনুষ্ঠিত হবে। এই এজিএমে ব্যাংকের পরিচালক নির্বাচনের এজেন্ডাটি বাস্তবায়ন করা হবে।

এই এজিএমটি গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। আইনি জটিলতায় একটি এজেন্ডা সেখানে বাস্তবায়ন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বঙ্গজের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিনবেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ