ন্যূনতম মূলধন সংরক্ষণ ব্যর্থ ১০ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারিতে বিশেষ সুবিধা এবং নানা ছাড়ের কারণে কাগজে-কলমে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। তারপরও মূলধন সংরক্ষণ পরিস্থিতির তেমন উন্নতি করতে পারেনি বেশ কিছু ব্যাংক। ডিসেম্বর শেষে দেশের সরকারি-বেসরকারি ১০টি ব্যাংক ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে পারেনি। ফলে মূলধন ঘাটতিতে পড়েছে এসব ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে আমানত নিয়ে ঋণ দেয়। সেই ঋণ খারাপ হয়ে পড়লে সেই অনুপাতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়।

আবার খারাপ ঋণের ওপর অতিরিক্ত মূলধন রাখার বাধ্যবাধকতাও রয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং রীতি ব্যাসেল-৩ অনুযায়ী ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলোকে নিয়মিত মূলধন সংরক্ষণ করতে হয়। বর্তমান নিয়মে ব্যাংকগুলোকে ৪০০ কোটি টাকা অথবা ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশের মধ্যে যা বেশি সেই পরিমাণ অর্থ ন্যূনতম মূলধন হিসেবে সংরক্ষণ করতে হয়। এ শর্ত পূরণে ডিসেম্বর শেষে ব্যর্থ হয়েছে ১০টি ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে মূলধন সংকটে পড়া ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বেসরকারি খাতের এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স, আইসিবি ইসলামিক ব্যাংক।

এছাড়া বিশেষায়িত কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সব মিলিয়ে এসব ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৫০ কোটি টাকা। এর মধ্যে দুই বিশেষায়িত ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ৭ ব্যাংকের ঘাটতি ২৫ হাজার ৯৮৩ কোটি টাকা।

খাতসংশ্লিষ্টরা জানান, খেলাপি ঋণসহ নানা কারণে ব্যাংক খাত ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও স্থানীয় ব্যবসায়ীরা এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন। এতে করে দেশি ও বৈদেশিক বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংকের উচিত যত দ্রুত সম্ভব এ সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

স্টকমার্কেটবিডি.কম/

ভারতের ঋণ-অনুদানে অবকাঠামো জোরদার মালদ্বীপের!

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মালদ্বীপ তার অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের কাজ জোরদার করার উদ্দেশ্যে ভারতের সঙ্গে পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাম্প্রতিক মালদ্বীপ সফরকালে দুই দেশ এসব চুক্তি করে।

চুক্তি অনুযায়ী সড়ক ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ভারতের এক্সিম ব্যাংক ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে। হুল হুমালে শহরে ২০০০ ইউনিটের আবাসন গড়ে তুলতে অর্থায়ন করা হবে। মালদ্বীপের উত্তরাঞ্চলে কেনধিকুলধু মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের জন্য অনুদান দেওয়া হবে শূন্য দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। এ বিষয়ে সই হয়েছে সমঝোতা স্মারকপত্র।
অভিজ্ঞতা ও বিষয়বস্তু বিনিময়ের ব্যাপারে ‘প্রসার ভারতী’র সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মালদ্বীপের পাবলিক স্টেট মিডিয়া। টেকসই নগর উন্নয়ন বিষয়ে মালদ্বীপের পরিকল্পনা, গৃহায়ণ ও অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয় এবং ভারতের এমওএইচইউএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারত শুভেন্দার নিদর্শন হিসেবে মালদ্বীপকে ১ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দিয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদ তার ভারতীয় সমপক্ষ জয় শংকরের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশুদ্ধ হিন্দিতে দুই দেশের মৈত্রী বন্ধন দিন দিন জোরদার হওয়ার বর্ণনা দেন।

তিনি বলেন, ‘একটা পাখি তার গন্তব্যপথে নির্ভুলভাবে তখনই উড়তে পারে। যখন তার দুটি ডানা সমান ছন্দে দোলে। ভারত-মালদ্বীপ মৈত্রীও তেমন। আমরা সম্প্রীতির সঙ্গে কাজ করি, অভিন্ন স্বার্থে চলি, লক্ষ্যও আমাদের অভিন্ন।’

স্টকমার্কেটবিডি.কম/

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.বেক্সিমকো ফার্মা
৪.লংকা বাংলা ফাইন্যান্স
৫.লাফার্জ হোলসিম বিডি
৬.সামিট পাওয়ার
৭.জেবিবি পাওয়ার
৮.এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
৯.আইডিএলসি ফাইন্যান্স
১০.স্কয়ার ফার্মা লিমিটেড।

উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৪৮৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৬টির। আর দর অপরিবর্তিত আছে ৯৯টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বিডি, সামিট পাওয়ার, জেবিবি পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, আইডিএলসি ফাইন্যান্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮১.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংকের আইপিও লটারি ফলাফল প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ৩ মার্চ সকাল ১০টায় লটারি ড্র অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ব্যাংকটির আইপিও আবেদন গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়। আগ্রহী বিনিয়োগকারীরা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইপিও আবেদন জমা দেন।

আইপিও আবেদনের লটারির ফলাফল দেখতে ক্লিক করুন……………

1 TREC code of DSE, CSE and M.bank

2 General Public(Resident Bangladeshi-RB) 

3 Affected Small Investors(ASI) 

4 Non Resident Bangladeshi(NRB) 

আইপিও আবেদনের সাথে এক লটের জন্য ৫০০ শেয়ারের দাম ৫০০০ টাকা করে জমা দিয়েছেন আবেদনকারীরা।

গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই আইপিও অনুমোদন দেওয়া হয়।

এনআরবিসি ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ১২ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

ব্যাংক এই আইপিও অর্থের সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আর গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রেকর্ড ডেটের পর বিএটিবিসির লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ থাকা কোম্পানি বৃটিশ আ্মেরিকান ট্যোবাকো লিমিটেডের লেনদেন আগামীকাল বৃহস্পতিবার চালু হবে। গত মঙ্গলবার ও বুধবার কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা সোমবার শেষ হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের চতূর্থ কার্যদিবস আজ বুধবার (৩ মার্চ) বেলা ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.৮৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করে ১২৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৩১ পয়েন্ট কমে অবস্থান করে ২০৯৫ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৫০ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর দুই ঘণ্টা পর বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮৫.২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৯১ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৭৬টি শেয়ারের মধ্যে ৫৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬৮টি কোম্পানির দর, আর ৪৯টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

রবি আজিয়াটা স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ মার্চ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে স্বর্ণের দাম ভরিতে কমেছে ১৫১৬ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা কমেছে। ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭১ হাজার ১৫০ দশমিক ৩২ টাকা।

আগামী বুধবার (৩ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।

মঙ্গলবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে। সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল চলতি বছরের ১২ জানুয়ারি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫০ দশমিক ৩২ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ৬৬৬ দশমিক ৭২ টাকা। ভরিতে দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৮ হাজার এক দশমিক ১২ টাকা। মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৬৯ হাজার ৫১৭ দশমিক ৪৪ টাকা। দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৯ হাজার ২৫৩ দশমিক ১২ টাকা। আগে দাম ছিল ৬০ হাজার ৭৬৯ দশমিক ৪৪ টাকা। ভরিতে কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৮ হাজার ৯৩০ দশমিক ৪৮ টাকা। মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৫০ হাজার ৪৪৬ দশমিক ৮০ টাকা। প্রতি ভরির দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণি বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/