- বেক্সিমকো লিমিটেড
- পাইওনিয়ার ইন্স্যুরেন্স
- ইফাদ অটোস
- এবি ব্যাংক
- নর্দার্ণ ইন্স্যুরেন্স
- জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ)
- লংকা বাংলা ফাইন্যান্স
- ওয়ান ব্যাংক
- আএফআইসি ব্যাংক
- যমুনা ব্যাংক লিমিটেড।
Day: May 8, 2025
৬ হাজার পয়েন্ট ছাড়ালো ডিএসই’র প্রধান সূচক
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে প্রধান সূচক ছয় হাজার পয়েন্ট ছাড়িয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০০৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২১৪৯ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির, আর দর অপরিবর্তিত আছে ৪৬টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, এবি ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ), লংকা বাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, আএফআইসি ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩২.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৭৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০৯ কোটি ২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ও বিএটিবিসি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
যমুনা ব্যাংকের ২০২০ সালের ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এসেন্সি (ক্রাব)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।
২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
রিলায়েন্স ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমাটি গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।
আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টকমার্কেবিডি.কম/রিমা
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩টায় রাজধানীতে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
আইডিএলসি ফাইন্যান্সের ৭৯ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংকের কাছে আইডিএলসি ফাইন্যান্সের মোট ২ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৬৮০টি শেয়ার ছিল। এর মধ্যে ৭৯ লাখ ১৮ হাজার ৬৬টি শেয়ার বিক্রয়ের ঘোষনা করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবেন।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবস্ক্রিপশন শুরু আজ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে আজ রবিবার থেকে। আর বিনিয়োগকারীরা এই আবেদন জমা দিতে পারবেন আগামী ৩ জুন পর্যন্ত।
সূত্রে জানা যায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে শেয়ারবাজারে ১.৯ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৯ কোটি টাকা উত্তোলন করবে। বিমানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।
গত ৯ ডিসেম্বর আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৫২তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩১ ডিসেম্বর ২০১৯ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫.৩৩ টাকা। এ সময় বীমাটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫.৩৩ কোটি টাকা।
বিমাটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও অগ্রণী এক্যুইটি এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/জেড
হাওয়া ওয়েল টেক্সটাইলের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৮ টাকা।
নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯১ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৯০ টাকা।
এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৪৫ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৩০.৫২ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
বিবিএসের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার লোকসান (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০২ টাকা।
নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৯২ টাকা।
এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৫৭ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৪.৯৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
ডেল্টা স্পিনার্সের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০৪ টাকা।
নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১৬ টাকা।
এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৫৪ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৩.৭৩ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/রিমা