দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় শেষদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মালেক স্পিনিং মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০৭ কোটি ৬৪ লাখ টাকার।

৭৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কাট্টালী টেক্সটাইলের ৩১ কোটি ৭৭ লাখ, ডাচ-বাংলা ব্যাংকের ৩০ কোটি ৭ লাখ, এবি ব্যাংকের ২৮ কোটি ৯৬ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ২৪ কোটি ৭২ লাখ, এস্কোয়্যার নিট কম্পোজিটের ২৪ কোটি ২৮ লাখ, সাইফ পাওয়ারটেকের ২০ কোটি ৭৪ লাখ ও আইএএফআইসি ব্যাংক লিমিটেডের ১৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সালভো কেমিক্যালসের কর্ণ স্টার্চ ইউনিট বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানার বন্ধ থাকা কর্ণ স্টার্চ ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

গত ২২ জুন কারখানার কর্ণ স্টার্চ ইউনিটটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ইন্জিনিয়াররা যথা সাধ্য চেষ্টা করে এই ইউনটি চালু করতে পারে নি। কোম্পানিটি ইতোমধ্যে ভারতের কয়েকজন প্রকৌশলীকে অবগত করেছেন।

এসব ভারতীয় দক্ষ প্রকৌশলীরা না আসা পর্যন্ত এই কারখানা ইউনিটটি বন্ধ থাকবে। করোনাকালীন লকডাউন শেষ হলে ভারত থেকে প্রকৌশলীরা আসবেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

ততদিন সালভো কেমিক্যালসের কর্ণ স্টার্চ ইউনিটটির কার্যক্রম বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যাশনাল ব্যাংকের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় ব্যাংকটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের একজন নমিনী পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ শাহ আলম নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৪৩ হাজার ২৫০ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৪৩,২৫০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে চলমান বাজার ধরে সিএসইর পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ডায়িংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং এন্ড মেনুফেকচারিং লিমিটেডের চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সূচকের বড় উত্থান হলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটাই কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,০৯২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২০৩০ কোটি ৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির, আর দর অপরিবর্তিত আছে ২৯টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, মালেক স্পিনিং মিলস, কুইন সাউথ টেক্সটাইল, কাট্টালী টেক্সটাইল, ডাচ-বাংলা ব্যাংক, এবি ব্যাংক, ম্যাকসন স্পিনিং মিলস, এস্কোয়্যার নিট কম্পোজিট, সাইফ পাওয়ারটেক ও আইএএফআইসি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৫.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৬৫৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৭২ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

নীলফামারীর জলঢাকা ওয়ালটন প্লাজায় মাজেদুল ইসলামের হাতে এবং রাজবাড়ির ওয়ালটন শোরুম মেসার্স আরাফ ট্রেডার্সে হানিফ সরদারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক সাইমন সাদিক।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ইলেকট্রনিক্স বাজারে ক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুযোগ দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হচ্ছেন একের পর এক ক্রেতা। সম্প্রতি বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেয়েছেন নীলফামারীর মুুদি দোকানদার মাজেদুল ইসলাম এবং রাজবাড়ির দর্জি হানিফ সরদার। ওয়ালটন ফ্রিজ কিনে ঘুরে গেছে তাদের জীবনের চাকা।

এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় মিলিয়নিয়ার হন নারায়ণগঞ্জের পোশাক শ্রমিক সেলিম মিয়া।

উল্লেখ্য, ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে চলছে ওয়ালটনের ‘মেগা ঈদ ফেস্টিভ্যাল’। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১১ এর আওতায় মেগা ঈদ ফেস্টিভ্যালে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুযোগ। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এছাড়াও পণ্যভেদে আছে ফ্রি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারসহ অসংখ্য সুবিধা।

চলতি মাসের ১৯ জুন নীলফামারীর জলঢাকা ওয়ালটন প্লাজায় মাজেদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে ১২ জুন রাজবাড়ির গোয়ালন্দ মোড়ের মেসার্স আরাফ ট্রেডার্সে হানিফ সরদারের হাতে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। ওয়ালটনের পক্ষে তাদের হাতে ওই চেক তুলে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক।

নীলফামারীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসতিয়াক ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু। রাজবাড়ীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দের স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির আলি মোল্লা এবং আরাফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আব্দুর রব শেখ।

রাজবাড়ির ওয়ালটন শোরুম মেসার্স আরাফ ট্রেডার্সে হানিফ সরদারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

ভাগ্যবান ক্রেতা মাজেদুল ইসলাম জানান, তার বাড়ী উত্তর চেরেংগায়। মুদি দোকানের সামান্য আয়ে চলছিলো ৫ সদস্যের সংসার। পরিবারের জন্য ৩১ হাজার ৫০০ টাকা দিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ পান তিনি। ওয়ালটন থেকে পাওয়া ওই টাকায় ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করবেন তিনি।

অন্যদিকে ক্রেতা হানিফ সরদার জানান, তার বাড়ি বালিয়াকান্দার একরজনা গ্রামে। ১০ বছর ধরে দর্জির কাজ করছেন তিনি। সাত সদস্যের পরিবারের জন্য মাত্র ২৮ হাজার ৭৫০ টাকা দিয়ে ওয়ালটন ফ্রিজটি কেনেন। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে তার মোবাইলে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ গেলেও প্রথমে বিশ্বাস করেননি। কয়েকজনকে সেই মেসেজ দেখানোর পরে নিশ্চিত হন। এতো টাকা পাওয়ায় আনন্দ যেন ধরে না তার পরিবারে। গ্রামের মানুষ তাকে ডাকছেন ‘লাকি হানিফ’ নামে। ওই টাকায় জমি কিনবেন হানিফ। দেবেন একটি গরুর খামার।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বাজারে রয়েছে ওয়ালটনের প্রায় দুইশত মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে সম্প্রতি ২৭টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন। একইসঙ্গে ডিজাইন ও ফিচার আপডেট করা আরো অর্ধশতাধিক মডেলের ফ্রিজ আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে তারা।

নীলফামারীর জলঢাকা ওয়ালটন প্লাজায় ১০ লাখ টাকার চেক নিচ্ছেন মাজেদুল ইসলাম।

 

 

 

 

 

 

 

 

 

এখন যেকোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ বদলে ওয়ালটনের নতুন ডিপ ফ্রিজ কেনার সুবিধা পাচ্ছেন গ্রাহক। ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারাদেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার।

স্টকমার্কেটবিডি.কম/

সিটি ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকের পরিচালনা বোর্ডের সভায় এই পারপেচ্যুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটি সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

এজন্য আগামী ১৮ আগষ্ট ব্যাংকটি একটি অতিরিক্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

পূবালী ব্যাংক ৪৫০ কোটি টাকার বন্ড ছাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেড ৪৫০ কোটি টাকার বন্ড ছাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকের পরিচালনা বোর্ডের সভায় এই পারপেচ্যুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটি সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

বাংলাদেশ শিপিংয়ের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৯১ টাকা।

নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.৬৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮.৩৮ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ৫৬.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ