প্রথমবার ৭ হাজার ছাড়াল ডিএসই সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রথমবারের মত সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে গেল। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন সপ্তাহের প্রথম দিন রবিবার দিনশেষে সূচক ৭১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাত হাজার ৫২ পয়েন্টের ঘরে। সূচকের ঘরে ৬ হাজার ৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্ট দিয়ে গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ডিএসইএক্স সূচক চালু হয়েছিল ২০১৩ সালের ২৭ জানুয়ারি। এরপর এই প্রথম তা সাত হাজারের ঘরে পৌঁছাল।

গত ৩০ মে ডিএসইএক্স ৬০০০ পয়েন্টের ঘর ছাড়িয়ে আরও এগিয়ে যেতে থাকে। সেই হিসাবে তিন মাসে এ সূচকে যোগ হল আরও এক হাজার পয়েন্ট।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিন রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৫২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৯.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৬৮ কোটি ৩৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৪৭৪ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির, আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, বেক্স ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার জেনারেশন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, পাওয়ার গ্রিড, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও জিপিএইচ ইস্পাত লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৮ লাখ টাকা। । গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৩০ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

অটোমেশন-ডাটা ইনটিগ্রেশনে গুরুত্ব দিচ্ছে এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে বিধিবদ্ধ পদ্ধতিতে সম্ভাব্য সবোর্চ্চ পরিমাণ রাজস্ব আহরণ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেবা সহজীকরণ, মানোন্নয়নের পাশাপাশি ব্যাপক ভিত্তিতে অটোমেশন ও রাজস্ব আহরণের উদ্দেশে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ডাটা ইনটিগ্রেশনসহ নানা উপায়ে ভ্যাট, কাস্টমস ও আয়কর থেকে সর্বোচ রাজস্ব আদায় করতে চায় সংস্থাটি।

রবিবার (৫ সেপ্টেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে রাজস্ব আহরণ কর্মপরিকল্পনা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়।

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা বিগত ২০২০-২০২১ অর্থবছরের চেয়ে ১১ হাজার কোটি টাকা বেশি। মোট আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) তিন লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব নীতির উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ভ্যাট আদায় বাড়াতে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম কর ৪ শতাংশ থেকে ৩ শতাংশ করা, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার ও উৎপাদনের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়া, ভারী ও হালকা প্রযুক্তি শিল্পের বিকাশের অনুকূল নীতি প্রণয়ন করা, কর ফাঁকি রোধে আরােপিত জরিমানার পরিমাণ জড়িত রাজস্বের দ্বিগুণের পরিবর্তে সমপরিমাণ জরিমানার বিধান করা, হোটেল-রেষ্টুরেন্টে খাবারের বিলের ওপর ১৫ শতাংশ ও ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ১০ শতাংশ ও ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

এছাড়া বকেয়া মূসকের ওপর মাসিক সুদের হার দুই শতাংশের পরিবর্তে এক শতাংশ করা হয়েছে। কাস্টমসের ক্ষেত্রে দেশীয় কৃষিজাত পণ্য সংরক্ষণে শুল্ক হার পুনর্বিন্যাসকরণের পাশাপাশি খামারিদের স্বার্থ সংরক্ষণে মাংস আমদানিতে শুল্কহার পুনর্বিন্যাসকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আয়কর বাড়ানোর ক্ষেত্রে বিনিয়ােগ সহায়ক পরিবেশ নিশ্চিতকরণে করপোরেট করহার হ্রাস করা, আইসিটিখাত, এগ্রো প্রসেসিং শিল্প বিকাশে অনুকূল নীতি গ্রহণ করা, তৃতীয় লিঙ্গের ক্ষমতায়নে কতিপয় সুযোগ সৃষ্টি, মেইড ইন বাংলাদেশ শিল্পের বিকাশের লক্ষে নীতি সহায়তা, বিশেষায়িত স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষে ও হালকা শিল্প বিকাশে কর প্রণোদনার ব্যবস্থা নিয়েছে রাজস্ব বোর্ড।

অনলাইনে টিআইএন গ্রহণের সঙ্গে এনআইডিসহ সহকারী বিভিন্ন ইন্টিগ্রেশন, অনলাইন রিটার্ন দেওয়া, ই-ফিলিং সিস্টেম দ্রুত সমাপ্তির পথে রয়েছে বলেও জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

‘একীভূত’ হতে চায় পদ্মা ব্যাংক: প্রস্তাব এখন কেন্দ্রীয় ব্যাংকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা কারণে আলোচিত পদ্মা ব্যাংক টাকার অভাবে পড়ে সরকারি কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার যে প্রস্তাব সরকারকে দিয়েছে, তা মন্ত্রণালয়ের হাত ঘুরে পৌঁছেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, “পদ্মা ব্যাংককে সরকারি ব্যাংকের সাথে মার্জার বা অ্যাকুইজেশনের একটি প্রস্তাব মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে এসেছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি।”

অনিয়ম আর ঋণ কেলেঙ্কারিতে ডুবতে বসা ফারমার্স ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন ঘটে ২০১৭ সালে। সে সময় চাপের মুখে চেয়ারম্যানের পদ ছাড়েন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মহীউদ্দীন খান আলমগীর।

পরের বছর ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান হন চৌধুরী নাফিজ সরাফাত, যিনি রেইস অ্যাসেট ম্যানেজেমেন্ট পিএলসি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডেরও চেয়ারম্যান।

সে সময় পদ্মা ব্যাংককে উদ্ধার করতে ৭১৫ কোটি টাকার মূলধন জোগায় রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংক, যা ব্যাংকটির মোট মূলধনের ৬৬ শতাংশ।

কিন্তু টাকার অভাবে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাওয়া এ ব্যাংক এখন আবার সরকারের কাছে নতুন আবেদন করেছে।

টিকে থাকার জন্য পদ্মা ব্যাংক এখন সরকারি ব্যাংকের আমানতের বিপরীতে শেয়ার ইস্যু করতে চাইছে। আর তা না হলে সরকারি কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ওই আবেদনে।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু গত ৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ওই আবেদন করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

টিসিবির ‘ট্রাক সেল’ কার্যক্রম শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শনিবার থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে। এ বিক্রয় কার্যক্রম ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি ভর্তুকি মূল্যে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে। তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল’ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

৫ মাস পর বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় পাঁচ মাস পর বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেন্নাই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ফ্লাইট চলাচল।

এ সময় রাজধানীর শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২০৫ ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। একই দিন ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতা এবং ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট কলকাতা থেকে ঢাকায় আসার কথা রয়েছে। তিনটি ফ্লাইট ফিরতি যাত্রী বহন করে আজই নিজ নিজ দেশে ফিরবে।

এর আগে শনিবার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়।

সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দুদেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোববার থেকে ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। এরপর ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে তারা। এছাড়া ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ৮ সেপ্টেম্বর। সপ্তাহে রোববার ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি বছরের ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেয়া হয়। এই ১২টি দেশের মধ্যে ছিল ভারতও।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

৮ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ সোমবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন আগামীকাল ৬ সেপ্টেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- আইসিবি ইম্পলোয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

এর আগে ফান্ডগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ফান্ডগুলোর শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫২২ ও ২৫১৮ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৯২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ৯৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৪টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানি শেয়ারের দর।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

সরকার প্রাইম ফাইন্যান্সের জমি অধিগ্রহণ করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের জমি অধিগ্রহণ করবে সরকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সরকার প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের মালিকানাধীন একটি জমি অধিগ্রহণ করবে। এই জমিটি রাজধানীর পান্থপথে অবস্থিত।

৮.৫৭ কাঠার এই জমির মূল্য ধরা হয়েছে ৩৬ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।

যথাযথ প্রক্রিয়ায় এই জমি হস্থান্তর সম্পন্ন করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ৩৫ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৪২ পয়সা । এই প্রান্তিকে বিমাটির আয় কমেছে।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ৮৩ পয়সা । যা গত বছর একই সময়ে যা ছিল ৬৭ পয়সা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১৪.০৬ টাকা । যা গত ৩০ জুন ছিল এই ন্যাভ সময়ে ছিল ১৩.৫৬ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস