গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এই বোর্ড সভায় বিমাটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ফরচুন সুজ
  3. আইএফআইসি ব্যাংক
  4. ওরিয়ন ফার্মা
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. সাইফ পাওয়ারটেক
  7. মালেক স্পিনিং মিলস
  8. বেক্স ফার্মা
  9. জেনেক্স ইনফোসিস
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে দিনের লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে প্রধান সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটাই কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৯৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৭৫ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৬৩৭ কোটি ২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৫টির, আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, মালেক স্পিনিং মিলস, বেক্স ফার্মা, জেনেক্স ইনফোসিস ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৮.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৫৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইষ্টার্ণ ক্যাবলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

একইদিনে কোম্পানিটির চলতি বছরের ১ম তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৬০০ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অবশেষে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া। করোনাভাইরাস মহামারীর কারণে জারি করা এই নিষেধাজ্ঞা দীর্ঘ ছয়শ’ দিন পর তুলে নিল দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
করোনা প্রতিরোধে ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক ফেসবুক পোস্টে বলেন, এটি একটি বড় দিন অস্ট্রেলিয়ার জন্য।

তিনি গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন, নভেম্বরের দিকে পরিবর্তন আসতে পারে সীমান্ত খোলার ব্যাপারে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ায় নিজেদের অনুভূতি প্রকাশ করছেন দেশটির প্রবাসী নাগরিকরা। তবে দেশে ফেরার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দেশটির এয়ারলাইনস কর্তৃপক্ষ কানতাস ১৮ মাস পর কার্যক্রম চালু করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান এলান জয়েস বলেন, এটি খুবই চমৎকার যে, দীর্ঘদিন পর পরিবারের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা করতে পারছেন অস্ট্রেলিয়ানরা। সূত্র: ভয়েস অব আমেরিকা, এনডিটিভি

স্টকমার্কেটবিডি.কম/

এটলাস বাংলার বাৎসরিক বোর্ড সভা ৯ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৯ নভেম্বর আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীতে কারয়ানবাজার কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

একইদিনে কোম্পানিটির চলতি বছরের ১ম তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পেট্রাপোলে ‘সিরিয়ালের ফাঁদে’ অপেক্ষায় ৬ হাজার ট্রাক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল কালীতলা পার্কিংয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৬ হাজার পণ্যবোঝাই ট্রাক।

এর ফলে ২ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে।

বিষয়টি উল্লেখ করে বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘ইতোমধ্যে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামতে শুরু করেছে।’

অভিযোগ রয়েছে, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানিতে এ ধরনের জটিলতা তৈরি করে ট্রাক থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। এ চাঁদা দিতে হয় বাংলাদেশি আমদানিকারকদের।

ফলে একটি আমদানি পণ্য বোঝাই ট্রাকের বাংলাদেশে প্রবেশ করতে সময় লাগছে ৩০ দিন থেকে ৩৫ দিন। চাঁদা আদায় ও পণ্য প্রবেশে দীর্ঘসূত্রিতার কারণে বড় বড় আমদানিকারকদের অনেকে বেনাপোল বন্দর ছেড়ে অন্যত্র চলে গেছেন।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান ভারতীয় কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বিষয়টি সমাধানের জন্যে বৈঠক করলেও তা ফলপ্রসূ হয়নি।

বেনাপোল বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বন্দর দিয়ে প্রতিবছর ভারতের সঙ্গে ৩০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। যদিও চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ হাজার কোটি টাকা।

বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে বেনাপোল কাস্টমস হাউস। এ বন্দর দিয়ে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ ট্রাক পণ্য আমদানি হতো ভারতে থেকে। বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ থেকে ৩০০-তে।

বেনাপোল কাস্টমস সূত্র জানিয়েছে, দেশের সিংহভাগ শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ নানা পণ্য এই বন্দর দিয়ে আমদানি করা হয়। ভারত থেকে পণ্য আমদানিতে দীর্ঘসূত্রিতার কারণে এসব শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, পেট্রাপোল বন্দরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। প্রতিটি পণ্যবোঝাই ট্রাক থেকে প্রতিদিন ২ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। পণ্যবোঝাই একটি ট্রাক দেশে প্রবেশ করতে ৩০ দিন থেকে ৩৫ দিন সময় লাগছে। চাঁদার টাকা পরিশোধ করতে হচ্ছে আমদানিকারকদের। ফলে তারা আর্থিক লোকসানে পড়ছেন।’

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, ‘কালীতলা পার্কিংয়ে দীর্ঘদিন পণ্যবোঝাই ট্রাক আটকে থাকায় আমদানিকারকদের লোকসান হচ্ছে। সিরিয়ালের নামে এসব ট্রাক কালীতলা পার্কিংয়ে ঢোকানো হচ্ছে বনগাঁও পৌরসভার তত্ত্বাবধানে। আমরা চাই পেট্রাপোল বন্দরের তত্ত্বাবধানে সিরিয়াল কার্যক্রম সম্পন্ন হলে চাঁদাবাজি বন্ধ হবে এবং দ্রুত পণ্য রপ্তানি সম্ভব হবে।’

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘এ বন্দর দিয়ে দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস শিল্পের কাঁচামালের পাশাপাশি খাদ্যদ্রব্য আমদানি হয়। পণ্য আমদানিতে দীর্ঘসূত্রিতার কারণে অনেক আমদানিকারক এ বন্দর ছেড়ে অন্যত্র চলে গেছেন।’

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, ভারতীয় পেট্রাপোলের কালীতলা পার্কিংয়ে বর্তমানে প্রায় ৬ হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। ফলে রাজস্ব আয় অনেক কমে গেছে। রাজস্ব আয় বাড়াতে ও আমদানি-রপ্তানি বাণিজ্যকে গতিশীল করতে ভারতীয় কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি।’

স্টকমার্কেটবিডি.কম/

কৃষিবিদ ফিডের লেনদেন শুরু ৩ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এসএমই প্ল্যাটফর্মে কৃষিবিদ ফিডের শেয়ারের লেনদেনের তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির লেনদেন আগামী ৩ নভেম্বর (সোমবার) থেকে শুরু হবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসই ও সিএসইতে মোস্তফা মেটালের ট্রেডিং কোড হচ্ছে: “KFL”। কোম্পানিটির কোড নম্বর ৬৯০০৪.

এর আগে কোম্পানির কিউআরওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার জমা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পরিচালক পাচ্ছে না শেয়ারবাজারের ১৯ কোম্পানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

তালিকাভুক্ত কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের যে বাধ্যবাধকতা রয়েছে, তা পূরণে পরিচালক পদে লোক খুঁজছে বিভিন্ন কোম্পানি। দুই শতাংশ শেয়ার কিনেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির যে কোনো একটিতে পরিচালক হওয়ার সুযোগ থাকলেও কেউ আগ্রহ দেখাচ্ছেন না। এর ফলে দীর্ঘদিন চেষ্টার পরও নির্ধারিত পরিমাণের শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিগুলো কোনো শেয়ারধারী পরিচালক পাচ্ছে না। এমনকি নিয়ন্ত্রক সংস্থা এসইসিও কোম্পানিগুলোর জন্য শেয়ারধারী পরিচালক খুঁজে পাচ্ছে না। এসইসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

শেয়ারধারী পরিচালক না পাওয়ার কারণ হিসেবে এসইসি কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানিগুলোর দুর্বল মৌলভিত্তি, দীর্ঘদিন উৎপাদন বন্ধ ও লোকসানে থাকার কারণে কেউ আগ্রহী হচ্ছেন না। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন। আগের উদ্যোক্তা-পরিচালকরা প্রতি বছর বোনাস লভ্যাংশ দিয়ে পরিশোধিত মূলধন অস্বাভাবিক বাড়িয়েছেন। তাই এখন কেউ দুই শতাংশ শেয়ার কিনতে চাইলে অনেক বেশি অর্থ দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। আবার বিনিয়োগের বিপরীতে কাক্সিক্ষত রিটার্ন অনিশ্চিত। তাই এসব কোম্পানিতে বিনিয়োগ করে পরিচালক হতে চাইছেন না কোনো বিনিয়োগকারী।

অধিকাংশ ক্ষেত্রে শেয়ারহোল্ডার পরিচালক না পেয়ে শেয়ার ধারণের শর্ত পূরণে ব্যর্থ দুর্বল মৌলভিত্তির কিছু কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে এসইসি। এতে করে কয়েকটি কোম্পানির মৌলভিত্তিতে কিছুটা পরিবর্তন এলেও অধিকাংশ কোম্পানি আগের অবস্থানেই রয়ে গেছে। কোম্পানিগুলো সচল করতে হলে নতুন বিনিয়োগ প্রয়োজন। কিন্তু তা জোগাড় করতে পারছেন না স্বতন্ত্র পরিচালকরা। আইনি সীমাবদ্ধতার কারণে এসব কোম্পানিতে ব্যাংকও ঋণ দেবে না। এমন পরিস্থিতিতে এসইসি চাইছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগ দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির মাধ্যমে গতি ফিরিয়ে আনতে। কিন্তু শেয়ারহোল্ডার পরিচালক না পাওয়ায় কোম্পানিগুলোতে সুশাসন ফিরিয়ে আনা এসইসির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

২০১১ সালে ড. খায়রুল হোসেনের নেতৃত্বের কমিশন তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়। এরপর নয় বছর পার হলেও ৪৩টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালক এসইসির নির্দেশনা পূরণে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে এসইসির নতুন কমিশন ২০২০ সালের ২৭ জুলাই ন্যূনতম শেয়ার ধারণে কোম্পানিগুলোকে ৬০ কার্যদিবস সময় বেঁধে দেয়। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কিনতে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন থেকেও অব্যাহতি দেওয়া হয়। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের সময়সীমা ২০২০ সালের ৩০ নভেম্বর শেষ হয়।

অবশ্য নির্ধারিত সময়সীমা পার হলেও বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, এপেক্স ফুটওয়্যার, বারাকা পাওয়ারসহ ২২ কোম্পানি এসইসির শর্ত পূরণ করতে পেরেছে। আর উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে ১৯ কোম্পানি। এর বাইরে পিপলস লিজিং অবসায়ন প্রক্রিয়ায় থাকলেও পুনরায় তা সচল করার উদ্যোগ চলছে। এমারেল্ড অয়েলের সাবেক পর্ষদ স্থগিত করে স্বতন্ত্র পরিচালকের মাধ্যমে কোম্পানির পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির উৎপাদন চালু করতে নতুন শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মিনোরি বাংলাদেশের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।

এসইসির নানা উদ্যোগের পরও এখনো যেসব কোম্পানি উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ সম্পন্ন করতে পারেনি সেগুলো হলো- ফ্যামিলিটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ফাইন ফুডস, ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুড, অগ্নি সিস্টেমস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, আলহাজ টেক্সটাইল, এফএএস ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, মিথুন নিটিং, ডেল্টা স্পিনিং, অলিম্পিক অ্যাকসেসরিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, নর্দান জুট, স্যালভো কেমিক্যাল, ফার্মা এইড ও সেন্ট্রাল ফার্মা। এরমধ্যে ফু-ওয়াং সিরামিক ও অলিম্পিক অ্যাকসেসরিজের উদ্যোক্তা-পরিচালকরা এসইসি শর্ত পূরণে চেষ্টা চালাচ্ছেন।

ফু-ওয়াং সিরামিকসের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ৫ দশমিক ৩৩ শতাংশ থেকে ২১ দশমিক শূন্য ২ শতাংশে উন্নীত হয়েছে। আর অলিম্পিক অ্যাকসেসরিজের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ২১ দশমিক ৬২ শতাংশ থেকে ২৫ দশমিক ৮১ শতাংশে উন্নীত হয়েছে। আর নির্ধারিত পরিমাণের শেয়ার ধারণে এক বছর সময় নিয়েও ব্যর্থ হয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটি এক বছরে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ৫ দশমিক শূন্য ৯ শতাংশ থেকে ৬ দশমিক ৩৮ শতাংশে উন্নীত করতে পেরেছে। এসইসির নির্দেশনা সত্ত্বেও ১৪ কোম্পানি কোনো উদ্যোগ নেয়নি। সূত্র : দেশ রূপান্তর

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইজবন্ডের ১ম পুরস্কার ০৪৬৯০৮০ নম্বরের বন্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ড্র-তে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৪৬৯০৮০ নম্বরের বন্ড।

গতকাল রবিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০৫তম ড্রতে বিজয়ী বন্ড নম্বরগুলো ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনার মো. খলিলুর রহমান।

এছাড়া তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার বিজীয় বন্ড নম্বর হলো ০৪৬৯৯৫৫। আর এক লাখ টাকা করে দুইটি তৃতীয় পুরস্কারের বন্ড নম্বর ০৬৪৩১৪৮ ও ০৭৩৭২০১। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের বিজয়ী বন্ড নম্বর ০০৮৩৬১৫ ও ০৯২১১১১।

পঞ্চম পুরস্কার (প্রতিটি ১০ হাজার টাকা) বিজয়ী সিরিজের ৪০টি নম্বর হলো, ০০১০৭৯৬, ০২৯২০২২, ০৪৪৮৬৩৮, ০৬১৬২৪৩, ০৮৭৩৫৩৬, ০০৭৮৪৩৪, ০৩১৬৭৬২, ০৪৫২৫৬৬, ০৬৪০৭৪৯, ০৮৭৬৯৭১, ০১৩৮৯৮৮, ০৩৭৩৯৪০, ০৫১১২২৯, ০৬৭৭০৮২, ০৯১৮০০৯, ০১৪৯৮৫৫, ০৩৮৮৬৫৫, ০৫২০৯৩২, ০৭৩২৬৪৩, ০৯৪০১৩৮,০১৬৫৮৩৩, ০৩৯১৯১৪, ০৫৩১০৪৮, ০৭৩৪৯২৯, ০৯৫৪২৯৫, ০১৯৫১৪৮, ০৩৯৩১৫০, ০৫৫২৪৭২, ০৭৯৭২৫০, ০৯৫৮৮২৪, ০২৩৪২৩১, ০৩৯৭৪৩০, ০৫৬০২৮০, ০৮২২৯৯৯, ০৯৬৭৯২৭, ০২৭০৩০৪, ০৪৪৫৭১৭, ০৫৯০৬২৪, ০৮৪০০২৭ ও ০৯৭২১৬৩।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন্ডগুলো থেকে ৬৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট দুই হাজার ৯৯০টি পুরস্কার ঘোষণা করা হয়। প্রতি তিন মাস পর পর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/