রহিমা ফুডের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.০৬ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬.৩৩ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৯.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

করোনা ওষুধ আনার খবরে চাঙা বেক্সিমকো ফার্মার শেয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বাড়ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দর। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে এ সময় পর্যন্ত কোম্পানিটির ৫ লাখ ৬১ হাজার ৫৮২টি শেয়ারের হাতবদল হয়েছে।

গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়ায় ২২৩ টাকা ৪০ পয়সা।

গত ৪ নভেম্বর যুক্তরাজ্য করোনা চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়ার পরপরই বাংলাদেশের বাজারে ওষুধটি আনার উদ্যোগ নেয় এসকেএফ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ কয়েকটি প্রতিষ্ঠান। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করে তারা। পরে এসকেএফ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে মলনুপিরাভির ওষুধটি জরুরি ভিত্তিতে বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়। আর এর প্রভাব দেখা যাচ্ছে কোম্পানিটির শেয়ারের দরে। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশে আনে বেক্সিমকো ফার্মা।

করোনাভাইরাসের চিকিৎসায় বিশ্বে অনুমোদিত একমাত্র ওষুধ মলনুপিরাভির নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে বহু প্রতীক্ষার এই ওষুধ বাংলাদেশের বাজারে ছাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন কয়েকজন বিশিষ্ট চিকিৎসক ও এসকেএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা

এ দিকে শেয়ারবাজারে বৃহস্পতিবার সকাল থেকে সূচকের একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

পেঁয়াজ সংরক্ষণে উন্নত প্রযুক্তি কাজে লাগানো হবে : কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে পেঁয়াজ সংরক্ষণে ও সংরক্ষণকাল বাড়াতে ডাচ প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসে সফররত কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৩ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেদারল্যান্ডসের ইমেলুর্ডে শীর্ষস্থানীয় পেঁয়াজ উৎপাদন, প্রক্রিয়াজাত, প্যাকেজিং ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ওয়াটারম্যান ওনিয়ন্স’ পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী এ কথা জানান।

প্রসঙ্গত, ওয়াটারম্যান ওনিয়ন্স সারা বিশ্বে বছরে প্রায় ১ লাখ ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি ও বিপণন করে।

আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সরকার পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নেদারল্যান্ড থেকে পেঁয়াজের উন্নত জাত, উৎপাদন ও সংরক্ষণকাল বাড়ানোর প্রযুক্তি আনতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে সেপ্টেম্বর-ডিসেম্বর মাসে পেঁয়াজের ঘাটতি দেখা দিলে নেদারল্যান্ডস থেকে আমদানির বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে আলোচনা হয়। কারণ সেপ্টেম্বরেও সেখানে পেঁয়াজ হারভেস্ট হয়।

পরে কৃষিমন্ত্রী দেশটির আন্দিকে অবস্থিত শাকসবজি প্রক্রিয়াকরণ, স্টোরেজ সরঞ্জাম ও কৃষিযন্ত্র নির্মাতা-বিপণন প্রতিষ্ঠান ‘অলরাউন্ড ভেজিটেবল প্রসেসিং’ পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বাংলাদেশে যৌথ উদ্যোগে এ রকম শিল্প স্থাপনের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ ও সব সুবিধা রয়েছে। বাংলাদেশ সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

নেদারল্যান্ডসে সফররত বাংলাদেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য রপ্তানিকারক ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

একইদিন কৃষিমন্ত্রী ইমেলুর্ডে অ্যাগ্রোফুড ক্লাস্টারে আলুর উন্নত জাত, উৎপাদন, প্রসেস ও সংরক্ষণ প্রযুক্তি ঘুরে দেখেন। আলু উৎপাদনে জড়িত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। দেশে রপ্তানিযোগ্য আলুর উৎপাদন ও আলু সংরক্ষণে প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।

এ সময় সরকারি-বেসরকারি প্রতিনিধিদলের সদস্য, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এসিআই অ্যাগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম ও জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

চালের কমলেও বেড়েছে আটা ও ময়দার দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চালের দাম কিছুটা কমলেও বেড়েছে আটা ও ময়দার দাম। শীতের সবজিতে বাজার ভরে উঠলেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, আদা, রসুনের। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেট, মালিবাগ রেলগেট বাজার ও যাত্রাবাড়ি বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে।

খুচরা বাজারে দাম কমে প্রতিকেজি নাজিরশাইল ও মিনিকেট চাল ৫৬-৭২, মাঝারি মানের পাইজাম ও লতা ৫০-৫৫ এবং মোটা মানের স্বর্ণা ও চায়না ইরি ৪৫-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দাম বেড়ে প্রতিকেজি প্যাকেট আটা ৩৮-৪৫ এবং খোলা ময়দা ৪২-৪৫ এবং প্যাকেট ময়দা প্রতিকেজি ৫২-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ডাল, চিনি ও মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকায় বিক্রি হলেও প্রতিকেজি পেঁয়াজ দাম বেড়ে মানভেদে ৪৫-৬০, আলু ২২-২৮, সয়াবিন তেল পাঁচলিটার ৭৫০-৭৭০, আদা প্রতিকেজি ৮০-১৪০, রসুন ৮০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

এছাড়া বাজারে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। দাম বেড়ে প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। এছাড়া আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ৪৫-৫৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। গত কয়েক মাস ধরে পেঁয়াজের দাম বাড়লে টিসিবি ট্রাকসেলে কার্যক্রমে এই পণ্যটির বিক্রি শুরু করে সরকার। এর পাশাপাশি বেসরকারীখাতে আমদানি উৎসাহিত করতে পেঁয়াজ আমদানির উপর আরোপিত ৫ শতাংশ শুল্ককর প্রত্যাহার করে নেয়া হয়। এরপর বাজারে দাম কমতে শুরু করলেও এখন আবার বাড়তে শুরু করেছে। দাম কমাতে দ্রুত পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে বাজারে ব্রয়লার মুরগির দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। টিসিবির তথ্যমতে, খুচরা বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে প্রতি ডজন ডিম ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ব্রয়লার মুরগির যোগান বাড়লেও বেড়ে গেছে ডিমের দাম। এছাড়া বর্ষা শেষে নদী-নালা খাল-বিলে পানি কমে আসতে শুরু করলেও মাছের কমছে না। নিষেধাজ্ঞার পর বাজারে ইলিশ উঠলেও দামও একটু বেশি। এছাড়া টেংরা ৭০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, আইড়, চিতল, বেলে মাছ আকারভেদে ৭০০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দেশি মাছের চেয়ে বাজারে চাষের মাছের দাম কিছুটা কম বলে জানান মাছ ব্যবসায়ীরা। চাষের চিংড়ি ৬৫০ থেকে ৭০০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা, টেংরা ৫০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৫০০ থেকে ৫৫০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে, শীতের সবজিতে বাজার ভরে উঠলেও চড়া মূল্যে বিক্রি হওয়ায় ক্রেতাদের অস্বস্তি রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ আরও বাড়লেও দ্রুত দাম কমে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

পাকিস্তানি রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

আরও কমলো পাকিস্তানি মুদ্রার মান। শুক্রবার (১২ নভেম্বর) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে ১৭৬-এ। অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১৭৬ রুপি।

পাকিস্তানের ইতিহাসে রুপির মান আগে কোনোদিন এত নিচে নামেনি। এর আগে, মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বনিম্ন মান রেকর্ড হয়েছিল গত ২৬ অক্টোবর। সেদিন ১৭৫ দশমিক ২৬ রুপিতে এক ডলার বিক্রি হয়েছিল।খবর পাকিস্তান ট্যুডে’র।

বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

পাকিস্তান-কুয়েত বিনিয়োগ প্রতিষ্ঠানের গবেষণাপ্রধান সামিউল্লাহ তারিক বলেন, প্রত্যাশিত চলতি হিসাব ঘাটতির কারণে স্থানীয় মুদ্রার মান আবারও পড়েছে। সূচকে প্রকৃত কার্যকর বিনিময় হার (আরইইআর) নেমে গেছে ৯৩ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

স্বর্ণের দাম বেড়েছে; অপরিবর্তিত রূপা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। আগামী শনিবার (১৩ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের ভরি বিক্রি হবে ৭৪ হাজার ৩০০ টাকায়।

শুক্রবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭১ হাজার ৯৬৬ টাকা। আগামী শনিবার থেকে এ মানের স্বর্ণের ভরির দাম হবে ৭৪ হাজার ৩০০ টাকা। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭১ হাজার ১৫০ টাকা। শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ৪০২ টাকা। বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৬৯ টাকা। ভরিতে বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫২ হাজার ৭৯ টাকা ভরি। শুক্রবার পর্যন্ত দাম রয়েছে ৪৯ হাজার ৭৪৬ টাকা। দাম বেড়েছে ২৩৩৩ টাকা।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক দোলন বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সিলভা ফার্মার ১ম প্রান্তিকে আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালস চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.৩৫ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৯২ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৬.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ডেসকোর ১ম প্রান্তিকে আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডেসকোর চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.২৭ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫.৪০ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৬৫.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/