1. বেক্সিমকো লিমিটেড
  2. জিএইচপি ফাইন্যান্স
  3. জেনেক্স ইনফোসিস
  4. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  5. বিএটিবিসি
  6. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক
  7. সাইফ পাওয়ারটেক
  8. ওয়ান ব্যাংক
  9. আলিফ মেনুফেকচারিং
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।

উভয় শেয়ারবাজারে সূচকের ঊত্থানে লেনদেনের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৯৮৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৩২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৪৩ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৫২ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির, আর দর অপরিবর্তিত আছে ৫৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জিএইচপি ফাইন্যান্স, জেনেক্স ইনফোসিস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ওয়ান ব্যাংক, আলিফ মেনুফেকচারিং ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৯২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক ও ফনিক্স ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

রতনপুর স্টিলের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল মিলস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩৬তম এজিএমটি আগামী ৩০ ডিসেম্বর বেলা ৪টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় ৩০ ডিসেম্বর সকাল সোয়া ১১ টা। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রবিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে রবিবার। পরীক্ষামূলক হওয়ায় এতে যাত্রী পরিবহন করা হবে না। বৃহস্পতিবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত এক ওয়েবিনারে তিনি বলেন, রাজধানীবাসী আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

শুরুতে উত্তরা থেকে তিনটি স্টেশন পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। গত মাসে দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর-১০ নম্বর পর্যন্ত ছয়টি স্টেশনে আসে। শেষ ধাপে রোববার আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে। একটি ট্রেনে এক সঙ্গে ৩০৬ জন যাত্রী যাতায়াত করতে পারবে। মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়েও ভ্রমণ করতে পারবেন। দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ যাত্রী চড়তে পারবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে প্রায় সাড়ে ১৮ কিলোমিটার উড়ালপথ নির্মিত হয়েছে। এ পথে ১৬টি স্টেশন থাকবে। ইতিমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশে ছয়টি স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। বাকি স্টেশনগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে আছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেললাইন ও বিদ্যুৎ–ব্যবস্থাও সম্পন্ন হয়েছে।

সূত্র জানায়, মেট্রোরেল ভোরে ফজরের নামাজের পর দুদিক থেকে চলাচল করবে। রাত সাড়ে ১২টা পর্যন্ত চলবে। অফিস সময়ে প্রতি তিন মিনিট পরপর ট্রেন চলবে।

মেট্রোরেল দিয়ে ৩৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিলে যাওয়া যাবে। প্রথম দিকে দৈনিক ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে মেট্রোরেলে।

স্টকমার্কেটবিডি.কম/

বিচ হ্যাচারির ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

তামহা সিকিউরিটিজের লেনদেন স্থগিত করলো ডিএসই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার তামহা সিকিউরিটিজের লেনদেন স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইর ৮১ নম্বর ট্রেকহোল্ডার তামহা সিকিউরিটিজের লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

সংযুক্ত বিও অ্যাকাউন্টে শেয়ার হস্তান্তরের দাবির জন্য সিডিবিএল থেকে ডিপিএ৬ ফরম সংগ্রহ করে এবং সিডিবিএলের ১৬-১ ও ১৬-২ নম্বর ফরমের মূলকপি স্বাক্ষরসহ পূরণ করে ডিএসইর ইনভেস্টর কমপ্লায়েন্টস, আরবিট্রেশন ও লিটিগ্যাশন বিভাগে জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

রবি আজিয়াটা আইপিও প্রকল্প বাস্তবায়নে সময় বাড়াবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড আইপিও অর্থে গৃহীত প্রকল্প বাস্তবায়নের জন্য সময় বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই সভায় রবি আজিয়াটা লিমিটেডের এই ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

ইজিএমটি আগামী ২৪ জানুয়ারি বেলা ৩ টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ৩০ ডিসেম্বর।

রবি আজিয়াটার আইপিও আবেদন গত বছর ২৩ নভেম্বর পর্যন্ত শেষ হয়। এরআগে গত ২৩ সেপ্টেম্বর ৭৪১তম নিয়মিত সভায় রবির এই আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার ছেড়ে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করে।

তবে আইপিও শেয়ারের মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পনির কর্মকর্তা কর্মচারিদের মধ্যে ইস্যু করে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নিজস্ব নেটওয়ার্কস সম্প্রসারণ ও আইপিও খরচ খাতে ব্যয় করার ঘোষণা দেয় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/