স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ইউনিয়ন ব্যাংক শীর্ষ কর্মকর্তা আবদুল কাদের পেলেন মর্যাদাশীল পুরস্কার সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড। ব্যাংক খাতে অসামান্য অবদানের জন্য আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পান তিনি। কাদের ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান।
গত শুক্রবার রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। পুরস্কার প্রাপ্তির কথা জানিয়ে ফেসবুকে আবদুল কাদের লিখেন, ‘বিশেষ মুহূর্তটির ছবি সবাইকে দিতে গিয়ে খুবই গর্বিত ও আনন্দিত বোধ করছি। সব ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য দোয়া করবেন।’
ব্যবসার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও দক্ষতার বিচারে প্রতিবছর এই পুরস্কার প্রদান করতে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট (এসএপিএস) আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটান এই ৮টি দেশের বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হয়।
এই পুরস্কারের জন্য এবার ১৭টি শ্রেণিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মোট ৪৩৫টি আবেদন জমা পড়েছিল। জুরিবোর্ড ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করে। বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছেন ৩৫ জন।
স্টকমার্কেটবিডি.কম/