আমরা টেকনোলজিসের লভ্যাংশ পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারতালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড সর্বশেষ হিসাববছরের লভ্যাংশ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত বছরের ঘোষিত শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরিবর্তন করে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ঘোষণা করেছে।

গত ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৩.৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদন জমা শেষ হবে আগামীকাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামীকাল শেষ হবে।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে ব্যাংকটির এই আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত রবিবার (২৬ ডিসেম্বর) থেকে। আর এ আবেদন গ্রহণ শেষ হবে আগামীকাল (৩০ ডিসেম্বর)।

গত ৬ সেপ্টেম্বর বিএসইসির ৭৯০তম সভায় ব্যাংকটিকে আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র জানায়, ইউনিয়ন ব্যাংক শেয়ারবাজারে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬.৩৮ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হগয়েছে ১.৭৭ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এবিবির নতুন চেয়ারম্যান হলেন ব্র্যাক ব্যাংকের এমডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন। সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ। নতুন কমিটি ২০২২ ও ২৩ দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

এবিবির বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব ঠিক করা হয়।

২০২২-২৩ মেয়াদে তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া। আর ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামানকে। বর্তমান মেয়াদে ট্রেজারের দায়িত্বে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ।

চলতি মেয়াদের শুরুতে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান প্রাইম ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। তবে তিনি ব্যাংকিং পেশা থেকে ছিটকে পড়ার পর এ পদে আসেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

স্টকমার্কেটবিডি.কম/

ঋণ পরিশোধে আর ঢালাও সুযোগ নয়: বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণ পরিশোধে আর ঢালাও সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সিএমএসএমই খাতের একজন উদ্যোক্তার চলতিবছর ২৫ শতাংশের জায়গায় ১৫ শতাংশ ঋণ পরিশোধ করলেও তাকে আর খেলাপি করা যাবে না। বিশেষ সুবিধা পাওয়া এই ছোটো ঋণে দেড় শতাংশ স্পেশাল প্রভিশন রাখলে চলবে।

মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএসহ কয়েকটি সংগঠন ঋণ পরিশোধ না করেও খেলাপিমুক্ত থাকার ঢালাও সুবিধা চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়।

ব্যাংকাররা মনে করেন, ব্যবসায়ীদের দাবি মেনে ঋণ পরিশোধে নমনীয় নীতির কারণে ব্যাংকখাতের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। ব্যবসা-বাণিজ্য ভালো চললেও অনেকে করোনার দোহাই দিয়ে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না। এভাবে ঋণ পরিশোধ না করার নতুন একটি পক্ষ তৈরি করছে। এভাবে সাময়িকভাবে খেলাপি ঋণ কম দেখানো গেলেও দীর্ঘমেয়াদে যা ব্যাপক ক্ষতির মুখে ফেলবে। যে কারণে ঋণ পরিশোধে আর নমনীয় নীতি না থাকার দাবি জানিয়ে আসছেন ব্যাংকাররা।

করোনার কারণে গতবছর কেউ ঋণের এক টাকাও পরিশোধ না করলেও তাকে খেলাপি করেনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়ে জানিয়েছিল, এবার ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া হবে না। তবে গ্রাহকের ওপর যেন ঋণ পরিশোধের বাড়তি চাপ তৈরি না হয় সেজন্য অনাদায়ী ঋণ শোধে অতিরিক্ত সময় দেওয়া হয়।

এরপর বিভিন্ন পক্ষের চাপে গত ২৭ আগস্ট সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একটি সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, চলতি বছর কেউ ২৫ শতাংশ ঋণ পরিশোধ করলে তাকে আর খেলাপি করা যাবে না। সম্প্রতি অপর এক সার্কুলারের মাধ্যমে জানানো হয়, ২৫ শতাংশ আদায় করা ঋণের বিপরীতেও পুরো সুদ আয়খাতে নেওয়া যাবে। তবে ২৫ শতাংশ আদায় করে নিয়মিত দেখানো ঋণের বিপরীতে অতিরিক্ত ২ শতাংশ প্রভিশন রাখতে হবে।

এফবিসিসিআই আগামী জুন পর্যন্ত সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণে এক টাকাও পরিশোধ না করেও খেলাপিমুক্ত রাখার দাবি জানিয়েছে। আর পাঁচ কোটি টাকার বেশি ঋণে আগামী জুনের মধ্যে কেউ ২ শতাংশ পরিশোধ করলেও যেন খেলাপিমুক্ত থাকেন- সেই দাবি জানিয়ে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের এ সংগঠনটি। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপিমুক্ত থাকার সুবিধা চেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনবিআরের চেয়ারম্যান পদে আবু হেনা আরও দুই বছর থাকছেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে পুনরায় দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দিয়েছে।

২০২০ সালের ৬ জানুয়ারি আবু হেনা মো. রহমাতুল মুনিম এই পদে প্রথম দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। তার আগে ওই বছরের ৪ জানুয়ারি ৩৪ বছরের চাকরি জীবন শেষ করে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে যান।

সরকার তার অবসরোত্তর ছুটি স্থগিত করে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। আগামী ৫ জানুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে তাকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিল।

আবু হেনা মো. রহমাতুল মুনিম এনবিআরে যোগদানের সময়ই বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকে। তার যোগদানের দুই মাস ২০ দিন পর দেশে করোনার বিস্তার ঠেকাতে শুরু হয় লকডাউন।

টানা লকডাউনের ফলে ব্যবসা-বাণিজ্য, ব্যক্তিগত আয় উপার্জন সবই কমে যায়। বিরুপ পরিস্থিতির মধ্যে কাঙ্খিত লক্ষ্য অর্জন না হলেও রাজস্ব সংগ্রহে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় ছিল। পাশাপাশি রাজস্ব খাতে বেশকিছু সংস্কার উদ্যোগও নিয়েছেন রহমাতুল মুনিম, যার ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব সংগ্রহসহ সামগ্রিক অর্থনীতিতে।

স্টকমার্কেটবিডি.কম/

এবি ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে এসটি ২। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি ফাইন্যান্সের জিরো কুপন বন্ড ছাড়বে না

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড জিরো কূপন বন্ড ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি বন্ডের আবেদন প্রত্যাহার করে নিয়েছে। এর আগে কোম্পানিটি ২০০ কোটি টাকার ফার্ষ্ট জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে এ বন্ড ইস্যু করার কথা ছিল। এটি একটি ফুলি রেডিমেবল নন কনভার্টেবল জিরো কুপন বন্ড।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা ধরা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এ

পদ্মা ওয়েলের ১২৫% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩.২৭ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৬৮.৪১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এ