‘তিনটা ভালো কোম্পানি আইপিওতে আসার প্রক্রিয়ায় রয়েছে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিনটা ভালো কোম্পানি আইপিওতে আসার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রবিবার রাজধানীর একটি হোটেলে ‘শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একটি অনলাইন পত্রিকা এই সেমিনারের আয়োজন করে।

আইপিও বাণিজ্য, প্লেসমেন্ট বাণিজ্য এগুলো বহু হয়েছে দেশে। এখন আমরা এটাকে মোটামুটি একটা অবস্থানে নিয়ে আসছি। কেউ আইপিও বাণিজ্য করে বিনিয়োগকারীদের ঠকিয়ে টাকা নিয়ে চলে যাবে, এটা মোটামুটি আমরা বন্ধ করতে পেরেছি। সেই সঙ্গে কোনো অডিটর এখন সাহস পাবে না ভ্রান্ত-ভুল রিপোর্ট দিয়ে আইপিওতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে টাকা নিয়ে চলে যেতে। যেসব চাটার্ড অ্যাকাউন্টেন্ট এসব অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

শিগগির শেয়ারবাজারে ভালো ভালো কোম্পানির আইপিও আসবে জানিয়ে তিনি বলেন, তিনটা ভালো কোম্পানি আইপিওতে আসার প্রক্রিয়ায় রয়েছে। নেক্সট কোয়ার্টার থেকেই আপনারা দেখতে শুরু করবেন যাদের আপনারা চাচ্ছে, তারা আস্তে আস্তে আসতে শুরু করেছে। ভালো, সুস্থ একটা পরিবেশ যখন পাওয়া যাবে, তখন অন্যরাও উৎসাহিত হবে। চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র ঠিকমতো জমা দিলে আমরা ভালো কোম্পানির আইপিও সাতদিন থেকে সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়ে দেবো। অনেকগুলো কোম্পানির আইপিও আমরা দুই থেকে চার সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/এআহমেদ

ছোটোরা ঋণ পাচ্ছেন না দাবি ডিসিসিআইয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ঋণ না পাওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছেন।

রিজওয়ান রাহমান বলেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যের পুনরুজ্জীবন ও সম্প্রসারণের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু সিএমএসএমই সংজ্ঞায়নের জটিলতা, প্রয়োজনীয় নথিপত্র ও এসএমই তথ্যভান্ডারের অভাব, ঋণ বিতরণ পদ্ধতির জটিলতা, উদ্যোক্তাদের ব্যাংক হিসাব না থাকা, ব্যাংকের সঙ্গে সম্পর্কের দুর্বলতা, জামানত নিয়ে সমস্যার কারণে প্যাকেজের আওতায় এ খাতের উদ্যোক্তারা ঋণ পেতে ব্যর্থ হয়েছেন।

ডিসিসিআই আয়োজিত ‘ব্যাংক থেকে সিএমএসএমই প্রণোদনা প্যাকেজ প্রাপ্তির পদ্ধতি ও প্রস্তুতি’ শীর্ষক এক ভার্চু৵য়াল কর্মশালায় এসব মতামত দেন রিজওয়ান রাহমান। তিনি বলেন, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের পুনরুজ্জীবিত করতে প্রণোদনা প্যাকেজের যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমইএসপিডি) মো. জাকের হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, শিল্প খাতে ৮০ শতাংশ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদনশীল খাতে ৪৫ শতাংশ মূল্য সংযোজন করে সিএমএসএমই খাত। তবে প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তার অভাবে সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো তাদের সম্ভাবনা ও কর্মদক্ষতা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকের হোসেন বলেন, ‘পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও উদ্যোক্তা এবং আর্থিক খাতের মধ্যে সমন্বয়ের অভাবে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। মাঠ পর্যায়ে উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের ভ্রান্ত ধারণার কারণেই ঋণ বিতরণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা দেখা যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিডি সার্ভিসেসের বোর্ড সভা ১৫ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৭টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রবি আজিয়াটার বাৎসরিক বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বেলা ৪ টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই বোর্ড সভার নতুন দিন ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফুয়াং সিরামিকসের বোর্ড সভা ১৫ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি