সোনার দাম ভরিতে কমলো ১,০৫০ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ১ ভরি সোনার অলংকার তৈরিতে ৭৭ হাজার ৯৯ টাকা লাগবে। সোনার নতুন এই দর আজ মঙ্গলবার সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোমবার রাতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত জানিয়েছে, যদিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি সোনার সংকটের কারণ দেখিয়ে চলতি মাসেই দুবার সোনার দাম ভরিতে মোট ৪ হাজার ৩১৫ টাকা বৃদ্ধি করে সমিতি।

তারপর গত সপ্তাহে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। এখন আবার কমানো হলো ১ হাজার ৫০ টাকা। তাতে টানা ২ সপ্তাহে সোনার দাম ভরিতে কমবে ২ হাজার ২১৬ টাকা।

অর্থাৎ চলতি মার্চ মাসে সোনার দাম দুবার বৃদ্ধির পর দুবার কমানো হলো।

দাম কমানোর কারণে মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৭ হাজার ৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৬০৫ টাকায়।

আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৮ হাজার ১৪৮ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৩ হাজার ৩৬৩ টাকায়। কাল থেকে ২২ ও ২১ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ২৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ৭৫৮ টাকা কমছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

পৌনে ৫ কোটি লিটার সয়াবিন তেল নিয়ে বন্দরে জাহাজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে আরেকটি জাহাজ। ভোজ্যতেল আমদানিতে তিন ধাপে ভ্যাট কমানোর সিদ্ধান্তের পর সয়াবিন তেল নিয়ে আসা প্রথম জাহাজ এটি। বন্দরের জলসীমা থেকে এ সয়াবিন তেল প্রথমে ট্যাংক টার্মিনালে নেওয়া হবে। পরে সেখান থেকে কারখানায় নিয়ে পরিশোধন করে বাজারজাত হবে।

বাজারে তৈরি হওয়া সংকটের মধ্যে তেল নিয়ে আসা এ জাহাজে রয়েছে ৪২ হাজার ৮৫০ টন বা ৪ কোটি ৬৮ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন। দেশের পাঁচটি প্রতিষ্ঠান এই তেল আমদানি করেছে। এই পাঁচ প্রতিষ্ঠান হলো সিটি, মেঘনা, বসুন্ধরা, সেনা কল্যাণ ও বাংলাদেশ এডিবল অয়েল। সাধারণত এত বড় জাহাজে সয়াবিন তেল আমদানির নজির কম। আমদানিকারকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ এক জাহাজের তেল দিয়ে ১০ থেকে ১২ দিনের চাহিদা পূরণ করা যাবে।

নরওয়ের পতাকাবাহী এমভি স্টেভেনজার পাইওনিয়ার জাহাজটি ব্রাজিলের পরানাগুয়া বন্দর থেকে রওনা হয় ১৪ ফেব্রুয়ারি। সেই হিসাবে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে সময় লেগেছে ৩৪ দিন। আর জাহাজটিতে আসা সয়াবিন তেলের ঋণপত্র খোলা হয়েছে তারও আগে।

জাহাজটি বন্দর সীমানায় পৌঁছানোর কথা জানিয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, রোববার জাহাজটি কুতুবদিয়ায় বন্দর জলসীমায় পৌঁছেছে। বন্দর ও কাস্টমসের প্রক্রিয়া শেষ করে জাহাজটি থেকে ছোট জাহাজের মাধ্যমে তেল খালাস শুরু হবে।

দেশে স্বাভাবিক সময়ে সয়াবিন তেলের চাহিদা থাকে মাসে এক লাখ টন। সেই হিসাবে এক জাহাজ তেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে রোজার সময় চাহিদা বেশি থাকে। তা সত্ত্বেও জাহাজটির তেলে ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‘জাহাজটিতে করে আমদানি হওয়া সয়াবিনের প্রতি টনের দাম পড়েছে প্রায় দেড় হাজার মার্কিন ডলার। আগের তুলনায় বেশি দামে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে হয়েছে।’

জানা যায়, গত ফেব্রুয়ারিতে দেশে আসা সয়াবিনের প্রতি টনের গড় দাম ছিল ১ হাজার ৪০০ ডলার। এবার টনপ্রতি দাম ৮০ থেকে ৯০ ডলার বেড়েছে। তাতে ব্যয় বেড়েছে লিটারপ্রতি ছয় থেকে সাত টাকা। আর ভ্যাট কমানোয় লিটারপ্রতি সাশ্রয় হয়েছে ১২ টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা পর্যন্ত।

সরকার আমদানি পর্যায়ে ভ্যাটের হার ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে। আবার উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং সরবরাহ পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করেছে। ভ্যাট কমানোয় এই জাহাজ থেকে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব পাবে না সরকার। তবে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। তাতে রাজস্ব মিলবে প্রায় ২৬ কোটি টাকা। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/বি

অগ্নিকান্ড ঘটনায় বিমার টাকা পেল মোজাফফর হোসেন স্পিনিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলের কারখানায় অগ্নি কান্ডের ঘটনায় বিমার টাকা পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির কারখানায় আগুন লাগলে সংশ্লিষ্ট বিমার নিকট তা জানানাে হয়। বিমাটি কোম্পানিটিকে ৫৩ লাখ ৩২ হাজার বেশি টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি নারায়নগঞ্জের রূপগঞ্চে অবস্থিত কোম্পানিটির কারখানায় এই আগুন লাগে। সেদিন সকাল ৯টার দিকে কারখানার নিচের একটি রুমে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ২ ঘন্টা পরে এই আগুন নিয়ন্ত্রনে আনে রূপগঞ্চ ফায়ার সার্ভিস।

আগুনে কাঁচামাল পক্রিয়াকরণ ইউনিটের ব্যাপক ক্ষতি হয়। সেখানকার মেশিন যন্ত্রপাতি আগুনে পুড়ে যায়।

এই অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতি পরিমাণ দেড় কোটি টাকা হবে বলে কোম্পানিটির পক্ষে থেকে বলা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

রংপুর ডেইরির ৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কংক্রিট স্টিল টেকনোলজিস নামে কোম্পানির এ করপোরেট পরিচালক ৪ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ও ডিএসইর নীতিমালা মেনে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

কুইন সাউথ টেক্সটাইলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা-রেটিং)।

সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ২০ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা-রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৩ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৫.২৫ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এস