বিবিএসের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা সন্ধ্যায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আজ ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫ টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিবিএসের ক্যাবলসের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএসের ক্যাবলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ ২১ এপ্রিল বেলা সাড়ে ৪ টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বড় কোম্পানিতে বিনিয়োগে আইসিবিকে ছাড়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিএসইসির নির্দেশনা অনুসারে কোনো কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগ করতে পারে না রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। তবে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বিনিয়োগের সুযোগ বাড়াতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বুধবার কমিশনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি আইসিবিকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদেরকে বলেন, শেয়ারবাজার স্থিতিশীলতায় যাতে আরো বেশি ভূমিকা রাখতে পারে সেজন্য আইসিবিকে ডিএস-৩০ সূচকের কোম্পানিগুলোর ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগের অনুমতি দেয়া হয়েছে। এতে মৌলভিত্তির ও বড় মূলধনি কোম্পানির শেয়ারে নতুন করে বিনিয়োগ করতে পারবে আইসিবি। যা শেয়ারবাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী পেপারের রাইট শেয়ার অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বুধবার বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিশনের ৮২১তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনালী পেপারের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের উল্লেখিত শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে। ১:২ আনুপাতিক হারে এ শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয় করবে।

সোনালী পেপারের এ রাইট শেয়ারে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/