৩০ লাখ ৫০ হাজার টাকার নিশানের ম্যাগনাইট বাজারে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে পাওয়া যাচ্ছে নিশানের নতুন মডেলের গাড়ি ম্যাগনাইট। এ গাড়ির দাম ৩০ লাখ ৫০ হাজার টাকা। তবে মহিলাদের জন্য ৫০ হাজার টাকা ছাড় দিচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক মোটরস লিমিটেড। আজ রাজধানীর গুলশান লিংক রোডে প্যাসিফিক মোটরসের শোরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গাড়ির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি। আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ, উপপরিচালক ফারজানা খান, সহকারী পরিচালক নাজিমুল হকসহ অন্য পরিচালকেরা।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে নকশা করা ও ভারতে তৈরি এ গাড়ি নিশানের এসইউভি ঐতিহ্যে নতুন সংযোজন। সম্প্রতি নিশান ম্যাগনাইট ৫০ হাজার ইউনিট উৎপাদনের মাইলফলক উদ্‌যাপন করেছে। মাত্র ১৫ মাসে এ গাড়ি উৎপাদন ৫০ হাজার ইউনিটের মাইলফলক স্পর্শ করে। এটির বহুমুখী নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তি ও নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে।

স্টকমার্কেটবিডি.কম/

সাড়ে ২০ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব দিল অর্থনীতি সমিতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২২-২৩ অর্থবছরের জন্য ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

রবিবার (২২ মে) ঢাকায় সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব পেশ করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।

‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২২-২৩: একটি জনগণতান্ত্রিক বাজেট প্রস্তাব’ শীর্ষক এ সংবাদ সম্মেলন হয়।

আবুল বারকাত বলেন, জনগণতান্ত্রিক ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করছি। যা বর্তমান বাজেটের তুলনায় ৩ দশমিক ৪ গুণ বেশি।

এদিকে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি করেছে সরকার।

নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

আগামী ৯ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

এর আগে চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

 

মার্কেন্টাইল ব্যাংকের ২০২১ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি২। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিনেস্টি সিকিউরিটিজ স্টক ডিলারের অনুমোদন পেল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডিনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিনেস্টি সিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৭৮।

গত ২৭ জানুয়ারি এই সিকিউরিটিজটিকে এই স্টক ডিলারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

ডিনেস্টি সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর DLRDYS.

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ডায়িংয়ের ৩য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ঢাকা ডায়িং মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৯ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৭ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫.২৮ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৩৪.৪৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

আজ থেকে প্রি-ওপেনিং সেশন বাতিল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সুযোগের অপব্যবহারের কারণে স্টক এক্সচেঞ্জে আজ থেকে দিনের লেনদেন শুরু হওয়ার আগে ১৫ মিনিটের প্রাক-ওপেনিং সেশন বাতিল করেছে।

তবে ১৫ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন চলবে।

আজ রবিবার থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

২০২০ সালের অক্টোবরে, বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জে প্রাক-ওপেনিং সেশন এবং পোস্ট-ওপেনিং সেশনের আবেদন অনুমোদন করে।

ব্রোকারেজ হাউজগুলো প্রাক-ওপেনিং সেশনে লেনদেনের শুরুতে শেয়ার ক্রয়-বিক্রয় আদেশ দিতে পারে। সেখানে নির্ধারিত সার্কিট ব্রেকার অনুযায়ী শেয়ারের দাম কমবেশি অর্ডার করা যায়।

প্রি-ওপেনিং সেশন সুবিধা ব্যবহার করে বেশ কিছু ব্রোকারেজ ফার্ম অবাস্তব ক্রয়-বিক্রয় আদেশ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। সার্কিট ব্রেকার সর্বোচ্চ দাম দিয়ে বিপুল পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় আদেশে বাজারে আতঙ্কের সৃষ্টি হয়।

সূত্র জানায়, এ ধরনের ঘটনা বিএসইসির নজরে আসে। ইতোমধ্যে কমিশন বেশ কিছু বিনিয়োগকারী ও ব্রোকারেজ ফার্মকে এ সম্পর্কে সতর্ক করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.৮৯ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইনে অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৯ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এ